টলিউডের বিখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। দীর্ঘ অভিনয় জীবনে নিজের অভিনয় দিয়ে অসংখ্য মানুষের হৃদয় জিতেছেন তিনি। তবে সম্প্রতি সিরিয়ালের চিত্রনাট্য লেখিকা লীনা গাঙ্গুলিকে (Leena Ganguly) গুলি করে মারার হুমকি দিলেন অভিনেতা! অভিনেতা সমস্ত বাংলা সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সিরিয়ালের জন্যই সমাজ আরও নষ্ট হয়ে যাচ্ছে। আর লীনা গাঙ্গুলি নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও অন্য সিরিয়ালে মহিলাদের অসম্মান করে যাচ্ছেন।
আসলে ব্যাপারটা হল বাংলা সিরিয়ালের কাহিনী নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের নালিশ করতে দেখা যায়। সব সিরিয়ালের দুটো বৌ বা দুটো বর এমন কাহিনী দেখানো হয়, তাছাড়া কুটকাচালি, ষড়যন্ত্র তো রয়েছেই। এবার সেই প্রসঙ্গে বাংলা সিরিয়ালের ওপর ক্ষোভ উগরে দিলেন বিপ্লব চ্যাটার্জী। তবে তার মূল অভিযোগ সিরিয়ালের চিত্রনাট্য লেখিকা লীনার বিরুদ্ধে।
বিপ্লব বাবুর মতে, লীনা গাঙ্গুলি নিজে মহিলা কমিশনের চেয়ারপার্সন। তা সত্ত্বেও নিজের সিরিয়ালের খিনিতে মহিলাদের অসম্মান করে লিখেচলেছেন। লীনা গাঙ্গুলিকে গুলি করে মেরে ফেলা উচিত। এমনই মন্তব্য করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা।
তাঁর মতে, বর্তমানে সব সিরিয়ালই ঘুরে ফিরে একই কাহিনী দেখায়। শাশুড়ি বৌমার ঝগড়া, কূটকাচালি আর একাধিক বিয়ে তো সব সিরিয়ালে লেগেই রয়েছে। এছাড়াও বাড়িতে বৌ থাকা সত্ত্বেও আরেকজন মহিলা বা রক্ষিতাকে নিয়ে হাজির করে নায়ক। এগুলো কোনো দিক থেকে মহিলাদের জন্য সন্মানজনক বলে মনে হয় না তাঁর।
অভিনেতা আরও জানান, তাঁর স্ত্রী নিজেও রোজ সিরিয়াল দেখেন। এমনকি কোনো কাজ না থাকলে তিনিও বাধ্য হয়ে সিরিয়াল দেখেন। কিন্তু দিন দিন সিরিয়ালের অবনতি হয়ে চলেছে। অভিনেতা এদিন জানা, এক সিরিয়ালের পরিচালনার জন্য প্রযোজনা সংস্থার সাথে যোগাযোগ করেছিলেন তিনি। তবে শিক্ষামূলক সিরিয়াল দেখানো যাবে না ইচ্ছামত তাই ডাক পাননি। প্রতিবাদ করার কারণে তাকে আর ডাকাও হয়না, এমনটাই অভিযোগ বিপ্লব চ্যাটার্জীর।
প্রসঙ্গত, বর্ষীয়ান অভিনেতার এই অভিযোগ ইতিমধ্যে টেলিপাড়ায় বেশ চর্চিত। টেলি অভিনেতা ভরত কল বিপ্লব চ্যাটার্জীর মন্তব্যে রীতিমত ক্ষুদ্ধ হয়ে গিয়েছেন। ভরতবাবু পাল্টা কটাক্ষ করেছেন, সিরিয়েল পছন্দ হয়নি নিন্দা করতে পারেন। টেবিল লীনা গাঙ্গুলিকে গুলি করে মারার হুমকি দেবেন! তাঁর এই মন্তব্যের কথা লীনা গাঙ্গুলির কাছে পৌঁছেছে ঠিকই, তবে তিনি কোনো মন্তব্য করেননি এই বিষয়ে।