• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেশি পাকা চিরঞ্জিৎ, তাপস গর্ধভ! তবে প্রসেনজিৎ বড্ড চালাক, স্পষ্ট জানান বিপ্লব চট্টোপাধ‍্যায়

Published on:

Biplab Chatterjee describes Prosenjit Chatterjee Chiranjeet Chakraborty Tapas Pal

বাংলা সিনেমা জগতের জনপ্রিয় খলনায়ক তথা বর্ষীয়ান অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee)। নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য বেশ পরিচিত তিনি। সোজা কথা সোজা ভাবেই বলতে ভালোবাসেন, আর অন্যায়ের সাথে কোনো আপোষ পছন্দ করেন না। মূলত খল নায়কের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে বাস্তবে কিন্তু বেশ মজার মানুষ অভিনেতা।

ছোটবেলায় থিয়েটার দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর বাংলা ছবির জগতে আসা। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সাথেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। জয় বাবা ফেলুনাথ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় মন জিতেছিল দর্শকদের। অবশ্য এরপর বিগত কয়েক দশক ধরে বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

Biplab Chatterjee,Prosenjit Chatterjee,Chiranjeet Chakraborty,Tapas Pal,Saswata Chatterjee,Apur Sangsar,Tollywood Industry,বিপ্লব চট্টোপাধ্যায়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,চিরঞ্জিৎ চক্রবর্তী,তাপস পাল,টলিউডের গসিপ,অপুর সংসার,শাশ্বত চট্টোপাধ্যায়

পুরোনো অভিনেতা হবার সুবাদে ইন্ডাস্টির একাধিক তারকাদের সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), তাপস পাল (Tapas Pal) থেকে আরও অনেক  অভিনেতাদের সাথেই কাজ করেছেন তিনি। আবার দেবশ্রী, মৌসুমী, মহুয়া, শতাব্দী থেকে ঋতুপর্ণার সাথেও কাজ করেছেন। তবে তাঁর মতে নতুন যুগের তারকাদের মধ্যে সেই প্রতিভা ঠিক নেই।

অভিনেতাকে একবার জি বাংলার একটি টক শো ‘অপুর সংসার’এ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল। যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় সাথে হাসি আড্ডার পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ কিছু কথা প্রকাশ্যে আনেন তিনি। বিপ্লববাবুকে শাশ্বত প্রসেনজিৎ, চিরঞ্জিৎ ও তাপস পালকে এক লাইনে কিছু বলার জন্য বলেন। তখন অভিনেতা যেটা বলেন সেটা শুনে দর্শকরা তো বটেই, শাশ্বত চট্টোপাধ্যায় নিজেও জিভ কেটেছিলেন।

বিপ্লব চট্টোপাধ্যায়ের মতে, চিরঞ্জিৎ বড্ডো পাকা, আর তাপস পাল একটি গর্ধভ। তবে বর্তমানের টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধূর্ত বলে আখ্যা দেন তিনি। টলিউডের নামিদামি তারকাদের সম্পর্কে এই মন্তব্যের ভিডিও আজও রয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সেই পুরোনো ভিডিও ই আবারও ভাইরাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, এদিন আড্ডায় অনেক কথাই শেয়ার করেন অভিনেতা। ছোটবেলার দুস্টুমি থেকে মার খাওয়া, কলেজ বাঙ্ক পেরে সিনেমা যাওয়া অনেক কাহিনীই শোনান। সাথে খলনায়ক হয়ে ওঠার পিছনে দর্শকদেরকেই দায়ী করেন তিনি। সোজা কথায় তিনি জানান, দর্শকেরা যেমন দেখতে চেয়েছে তেমনটাই হয়েছি। তবে খলনায়ক হলিও বিপ্লব চট্টোপাধ্যায় যে টলিউডের সবচাইতে প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম সে কথা প্রতিটা দর্শকই স্বীকার করে নেবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥