• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গুলি করে মারা উচিত’ উত্তেজনায় বলে ফেলেছি, লীনা গাঙ্গুলির কাছে ক্ষমাপ্রার্থী বিপ্লব চট্টোপাধ্যায়

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। দীর্ঘ অভিনয় জীবনে নিজের অভিনয় দিয়ে অসংখ্য মানুষের হৃদয় জিতেছেন তিনি। তবে নায়ক হন খলনায়কের চরিত্রেই  বেশিভাগ দেখা মিলেছে তাঁর। সম্প্রতি বাংলা সিরিয়ালের কাহিনী ও মান নিয়ে বিস্ফোরক হয়েছিলেন তিনি। আর সিরিয়ালের চিত্রনাট্য লেখিকা লীনা গাঙ্গুলিকে (Leena Ganguly) নিয়ে আক্রমণাত্মক মন্তব্যও করেছেন।

বিপ্লব চট্টোপাধ্যায় ‘গুলি করে মারা উচিত’ বলেন লীনা গাঙ্গুলিকে। এই মন্তব্যের পরেই ব্যাপক চর্চায় উঠে এসেছেন অভিনেতা। এবার নিজের মন্তব্য নিয়ে ক্ষমাপ্রার্থী বর্ষীয়ান অভিনেতা। তিনি জানান, উইজনার বশেই ‘গুলি করে মারা’ এর কথাটা বলে ফেলেছি। লীনাকে উদ্দেশ্য করে বলছে চাইনি, এর জন আমি আন্তরিক ভাবে দুঃখিত।

   

Biplab Chatterjee,Leena Ganguly,Bharat Kaul,Bengali Serial News,বাংলা সিরিয়ালের খবর,লীনা গাঙ্গুলি,বিপ্লব চট্টোপাধ্যায়,ভরত কল

আসলে বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে আগেও অনেকেই নানা ধরণের কটাক্ষ থেকে সমালোচনা করেছেন। প্রায় প্রতিটা সিরিয়ালের একাধিক পরকীয়া সম্পর্ক, দু তিনটে বৌ বা বর থেকে শুরু করে ষড়যন্ত্র, কূটকচালি দেখানো হয়। এর থেকে আদৌ কি কিছু শিক্ষণীয় থাকে! আর পাঁচটা দর্শকের মত অভিনেতা নিজেও বাড়িতে কিছু সময় সিরিয়াল দেখেন। সেই প্রসঙ্গেই বাংলা সিরিয়াল ও সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলির ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

Biplab Chatterjee furious to Leena Ganguly

তাঁর মতে, লেখিকা নিজেও একজন মহিলা সাথে মহিলা কমিশনের চেয়ারপার্সন। তা সত্ত্বেও মহিলাদের প্রতি অসম্মান জনক এই ধরণের সিরিয়েল কেন লিখে চলেছেন তিনি! তবে উত্তেজনার বশে ভুল করে গুলি মারার কথা বলে ফেলেছেন সেটা তিনি স্বীকার করেছেন ও তার জন্য ক্ষমাপ্রার্থী। অভিনেতার মন্তব্য শোনার পর ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেতা ভরত কল বলেন, ‘বিপ্লববাবুর সিরিয়াল ভালো নাই লাগতে পারে। তাবলে উনি কি গুলি করে মেরে দেওয়া উচিত লীনা গাঙ্গুলিকে? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি’।

ইন্ডাস্ট্রির সহ অভিনেতার থেকে এমন বিরূপ প্রতিক্রিয়ার পরেই নিজে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে যাকে নিয়ে মন্তব্য সেই লীনা  গাঙ্গুলি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। টাকা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই নিয়ে কিছু বলার নেই। তবে ইন্ডাস্ট্রির অনেকেই তাকে ফোনে গোটা বিষয়টি জানিয়েছেন।