• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ মাস বয়স হল পুচকি সোনার, কেক কেটে সেলিব্রেট করলেন করণ-বিপাশা, রইল ভিডিও

Published on:

Bipasha Basu Karan Grover celebrate 1 month birthday of daughter devi video

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ হলেন করণ সিং গ্রোভার (Karan Singh Grover) ও বিপাশা বসু (Bipasha Basu)। আজ থেকে সাত বছর আগে ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেট থেকেই একে অপরের  প্রেমে পড়েছিলেন বলিউডের এই ‘মাঙ্কি কাপল’। সম্পর্কে আসার এক বছর পরেই অর্থাৎ ২০১৬ সালে ধুমধাম করে বাঙালি এবং পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সেরেছিলেন করণ বিপাশা।

বিয়ের ৬ বছর পর অবশেষে সুখবর দিয়েছেন বলিউডের এই  সেলিব্রেটি কাপল। চলতি বছরের ১৬ ই আগস্ট একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এর মধ্যে দিয়ে নিজেদের জীবনের এই সুখবরটি সকলের সাথে ভাগ করা নিয়েছিলেন বিপাশা বসু এবং তার স্বামী করণ দুজনেই।৪৩ বছর বয়সে এসে এক ফুটফুটে কন্যা সন্তানের  দিয়েছেন বিপাশা।

বলিউড,Bollywood,করণ সিং গ্রোভার,Karan Singh Grover,বিপাশা বসু,Bipasha Basu,সদ্যজাত মেয়ে,Baby Girl,দেবী,Devi,একমাসের জন্মদিন,One Month Birthday

শুরু থেকেই চুটিয়ে প্রেগনেন্সি পিরিয়ড উপভোগ করছেন বঙ্গতনয়া তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। তবে প্রেগন্যান্সি পিরিওড থেকে শুরু করে সন্তানের জন্ম দেওয়া এমনকি তার নামকরণ কোনোকিছুই লুকোছাপা করেননি কারণ বিপাশা। তাই সকলেই জানেন গত মাসের ১২ তারিখ মেয়ে দেবীর জন্ম দিয়েছেন অভিনেত্রী।

বলিউড,Bollywood,করণ সিং গ্রোভার,Karan Singh Grover,বিপাশা বসু,Bipasha Basu,সদ্যজাত মেয়ে,Baby Girl,দেবী,Devi,একমাসের জন্মদিন,One Month Birthday

এরইমধ্যে দেখতে দেখতে এক মাস বয়স হয়েছে কারণ বিপাশার ছোট্ট একরতি মেয়ের। তাই মেয়ের এক মাসের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটেছিলেন বলিউডের নতুন মা-বাবা। এদিন সেই খুশির মুহূর্তের ভিডিও অনুরাগীদের সাথেও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে করণের হাতে হাত রেখে কেক কেটেছেন বিপাশা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আর ঠিক এভাবেই এক মাস পূর্ণ করল দেবী। ধন্যবাদ সবাইকে যারা দেবীকে ভালোবাসা ও আশীর্বাদ করে চলেছেন। আমরা কৃতজ্ঞ। দুর্গা দুর্গা।’

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)


সম্প্রতি এই বাঙালি অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে নিজের ‘সুইট বেবি’ তৈরির রেসিপিও শেয়ার করে নিয়েছিলেন। মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে একটি ছবি পোস্ট করে সেই ছবির ক্যাপশনে রেসিপির আকারে বিপাশা লিখেছিলেন, ‘সুন্দর মিষ্টি দেবদূত তৈরির রেসিপি। ১) অর্ধেক কাপ তুমি ২) অর্ধেক কাপ আমি ৩) মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ হাফ কাপ ৪) সঙ্গে থাকবে জাদু এবং দুর্দান্ত জিনিস ৫) ৩ ফোঁটা রামধনুর গন্ধ, দেবদূতের গুঁড়ো, ইউনিকর্নের স্পার্কেল এবং সকল স্বর্গীয় জিনিসের ৬) নিজের পছন্দ অনুযায়ী কিউটনেস এবং মিষ্টিভাব দিতে হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥