ইদানীং বলিপাড়ায় যেন ধুম পড়েছে মা হওয়ার। সোনম কাপুর থেকে আলিয়া ভাট, ইতিমধ্যেই এই সুখবর দিয়েছেন বলিউডের দুই জনপ্রিয় নায়িকা। সূত্রের খবর এবার নতুন সদস্য (New Member) আসতে চলেছে করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং বিপাশা বসু (Bipasha Basu) -র সংসারে। এখনো পর্যন্ত যদিও তাদের দুজনের কেউই এই খবরে সিলমোহর দেয়নি।
এরইমধ্যে বালি পড়ার কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের ছ বছর পর অবশেষে মা হতে চলেছেন অভিনেত্রী। এই খবর পেতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন এই জুটির অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত আজ থেকে সাত বছর আগে একটি সিনেমায় একসাথে অভিনয় করে করার সময় পরিচয় হয়েছিল কারণ বিপাশার।
সেই থেকেই সম্পর্ক রয়েছেন তারা। করণ হলেন হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা। আর বিপাশা হলেন বলিউডের জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয় বয়সেও করণ বিপাশা থেকে অনেকটাই ছোট । এইসব দেখে সেই সময় নিন্দুকরা বলতে শুরু করেছিলেন তাদের এই সম্পর্ক নাকি অল্প কদিনের মধ্যেই ভেঙে যাবে।
কিন্তু নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে পরের বছরেই অর্থাৎ ২০১৬ সালে ধুমধাম করে বাঙালি এবং পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সেরেছিলেন করণ বিপাশা। আসলে বিয়ে নিয়ে করণের অতীত অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না । বিপাশার হিন্দি টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী কে বিয়ে করেছিলেন অভিনেতা।
কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তবে বিপাশা আর করণের সম্পর্কটা কিন্তু দেখতে ৬ বছর হয়ে গেল। তারপরেও আজও তাদের দাম্পত্য জীবনের রসায়ন কিন্তু একই রয়েছে। বরং তাদের সম্পর্ক দিনে দিনে আরও বেশি গভীর হচ্ছে। আর এবার তো তাদের সংসারে আসতে চলেছে তার জন্য নতুন সদস্য। সব মিলিয়ে অভিনেত্রীর পরিবারে এখন খুশির হাওয়া।