• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখলেই জুড়িয়ে যায় চোখ! বাংলাতেই নিজের মেয়েরও ডাক নাম দিলেন বং বিউটি বিপাশা

বং বিউটি বিপাশা বসু (Bipasha Basu) এখন শুধুমাত্র বলিউডের (Bollywood) একজন জনপ্রিয় অভিনেত্রীই নন। তিনি একজন সুপারকুল মমও। একরতি দেবীকে নিয়েই এখন তার গোটা দুনিয়া।  ফুলের মত সুন্দর এই ছোট্ট দেবীকে (Devi) নিয়েই এখন সারাদিন কাটে অভিনেত্রীর।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলাতে বলি সুন্দরী বিপাশার মেয়ের মুখ দেখেছেন সকলেই। চলতি বছরের এপ্রিল মাসেই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এতদিনে সকলেই জানেন বিপাশার মেয়ের (Daughter) নাম দেবী (Devi)। কিন্তু বাঙালি মেয়েদের যে, শুধু ভালো নামই নয় থাকে আরও একটা ডাকনাম।

   

বলিউড,Bollywood,বসু,Bipasha Basu,করণ সিং গ্রোভার,Karan Singh Grover,মেয়ে,Daughter,বাঙালি মেয়ে,Bong Girl,দেবী,Devi,ডাক নাম,Pet Name,মিষ্টি,Mishti

আর তাই আর পাঁচজন বাঙালি মেয়ের মতো নিজের মেয়েরও একটা বিশেষ ডাকনাম রেখে রেখেছেন বিপাশা। এবার সেই নামও সবাইকে জানালেন অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের সাথে একটি মিষ্টি ভিডিও কোলাজ শেয়ার করে নিয়ে বিপাশা জানিয়েছেন ‘দেবীর ডাকনাম মিষ্টি। ওর প্রিয় মুমু মা এই নামটা দিয়েছে। নামটা ওকে দারুন মানিয়েছে। বাঙালি মেয়ে তার ডাক নাম পেয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

প্রসঙ্গত গত বছরেই অর্থাৎ ২০২২ সালের ২২ নভেম্বর অভিনেতা কারন সিং গ্রোভার এবং অভিনেত্রী বিপাশা বাসুর কোল আলো করে এসেছিলেন তাদের ফুটফুটে কন্যা সন্তান দেবী।  মেয়ের ছবি নিয়ে সেভাবে লুকোছাপা  করতে দেখা যায়নি অভিনেত্রীকে।

তাই অন্যান্য সেলিব্রেটিদের তুলনায় বেশ আগেই মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন বিপাশা। আর এখন তো মাঝেমধ্যেই মেয়ের সাথে কাটানো নানান মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা কারণ বিপাশা দুজনকেই। এদিনও মেয়ের সাথে বিপাশা যে ছবিগুলি শেয়ার করেছেন তার প্রত্যেকটাই ছিল দারুন মিষ্টি। ছবিতে দেখা যাচ্ছে মাথায় একটি সাদা হেয়ারব্যান্ড পরে  মায়ের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে দেবী ।