জল্পনাকে সত্যি করেই এবার সত্যিই মা হতে চলেছেন বঙ্গ তনয়া তথা বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। সপ্তাহের শুরুতেই স্বাধীনতা দিবসের পরের দিন সকালেই স্বামী করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) সাথে জোড়া ছবি দিয়ে মা হওয়ার এই সুখবর দিয়েছেন অভিনেত্রী। এই নিয়ে ইতিপূর্বে বহুবার জল্পনা তৈরি হয়েছে বিপাশার প্রেগন্যান্সি নিয়ে।
তবে এতদিন পর্যন্ত নিজের মুখে কোন কিছুই স্বীকার করেননি কারণ বিপাশা দুজনের কেউই।বলতে গেলে এপ্রসঙ্গে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। তবে এবার একেবারে সাড়ম্বরে বেবিবাম্পের (Baby bump) ছবি সন্তান আসার কথা ঘোষণা করলেন বিপাশা করণ জুটি। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় বিপাশার আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি সাদা শার্ট সেই শার্টের আড়াল থেকে স্পষ্ট উঁকি দিচ্ছে বিপাশার বেবিবাম্প।
আর যত্ন সহকারে তা হাত দিয়ে আগলে রেখেছেন হবু বাবা করণ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বিপাশার বেবিবাম্পে সযত্নে চুমু এঁকে দিচ্ছেন করণ। বিপাশার প্রেগনেন্সির এই ছবি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। করণ বিপাশার এই ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী থেকে শুরু করে শিল্পা শেট্টি,মালাইকা আরোরা, কপিল শর্মা, তানিশা মুখার্জি,পত্রলেখার মতো একাধিক সেলিব্রেটিরা।
মা হওয়ার খুশির খবর জানিয়ে ক্যাপশনে একটি দীর্ঘ বার্তা লিখে অভিনেত্রী জানিয়েছেন জীবনে তাদের একটা নতুন সময় আসছে। একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। আগের থেকে তারা পরিপূর্ণ হতে চলেছে। সেই সাথে বিপাশা লিখেছেন তাদের জীবনের পথ চলা শুরু হয়েছিল আলাদা আলাদা ভাবে। সেই থেকে তারা দুজন এক হয়েছিলেন।
অভিনেত্রীর মনে হয় তাদের মধ্যে থাকা ভালোবাসা তাদের দুজনের জন্য একটু বেশিই ছিল। আর এবার তাদের সাথে যোগ চলেছে তাদের সন্তান। সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে সবশেষে অভিনেত্রী লিখেছেন ‘এবার আমাদের সন্তানের স্পর্শের জীবন আরো সুন্দর হতে চলেছে, দুর্গা দুর্গা’।