• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেচ্ছায় ভরা গোটা কেরিয়ার! এবার ‘ড্রামা কুইন’ রাখির বায়োপিক বানাচ্ছেন বলি পরিচালক

বলিউডের (Bollywood) অঘোষিত ‘ড্রামা কুইন’ (Drama Queen) রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মাঝেমধ্যেই তাঁর নানান হাই ভোল্টেজ ড্রামা হয়ে থাকে পেজথ্রীর  পাতার অন্যতম হট টপিক। বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবনের নানান টানাপোড়েন নিয়ে শিরোনামে রয়েছেন রাখি। স্বামী আদিল খানের (Adil Khan) সাথে রাখির বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে এমনিতেই  সরগরম বিনোদন জগত।

এরইমধ্যে সবাইকে বিরাট চমক দিলেন রাখি। জানা এবার খুব তাড়াতাড়ি আসছে রাখি সাওয়ান্তের বায়োপিক (Biopic)।  প্রসঙ্গত রাখির অভিনয় জীবনের তুলনায় অনেক বেশি বর্ণময় তার ব্যক্তিগত জীবন। তাঁর জীবনের নানান মজার কান্ডকারখানা উঠে আসে শিরোনামে। বলিউডের এহেন ড্রামা কুইনের ব্যক্তিগত জীবনের সেই বর্ণময় দিক নিয়েই এবার তৈরি হতে চলেছে সিনেমা।

   

Rakhi Sawant wedding with boyfriend Adil Photo Viral on Social Media

বড় পর্দায় আসতে চলেছে রাখি সাওয়ান্তের জীবনী। চমকের শেষ নেই এখানেই পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন তার নাম শুনলে চমকে যাবেন আরও। হ্যাঁ ঠিকই ধরেছেন নিজের সিনেমা দিয়েই এবার সিনেমা পরিচালনাতেও হাতেখড়ি হতে চলেছে রাখির।

এ প্রসঙ্গে এদিন রাখি নিজে থেকে কিছু না জানালেও তার ভাই জানিয়েছেন নিজের ক্যারিয়ারকে এবার নতুন দিশা দিতে চলেছেন রাখি সাওয়ান্ত। নিজেকে নিয়েই এবার সিনেমা তৈরি করতে চলেছেন রাখি। জানা যাচ্ছে রাখির এই সাড়া ফেলে দেওয়া বায়োপিকের নাম হতে চলেছে ‘রাউডি রাখি’।

Rakhi Sawant

এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাই রাকেশ বলেছেন তার দিদির জীবন নানান চড়াই উতরাইয়ে ভরা, যা থেকে অনেক মেয়েরই অনেক কিছু শেখার আছে। রাকেশের কথায় ‘আমার দিদির জীবনের প্রতি পদে পদে লড়াই। দিদিও দাঁতে দাঁত চেপে লড়াই জারি রেখে চলেছে। ওঁর স্বভাবের সঙ্গে ‘রাওডি’ তকমাই যথাযথ। তাই ছবির এই নাম।’

প্রসঙ্গত এই মুহূর্তে রাখীর ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতি তৈরী হলেও তিনি কিন্তু দারুন ব্যস্ত রয়েছেন নিজের কাজ নিয়ে। সেইসাথে ইদানিং অভিনেত্রী ব্যস্ত রয়েছেন দুবাইয়ে নিজের  অভিনয়ের স্কুল খোলা নিয়ে। প্রসঙ্গত গত বছরেই আদিল খানের সাথে বিয়ে করে ক্যামেরার সামনে হাসিমুখে ছবি দিয়েছিলেলন রাখি। কিছুদিন আগেই মারা গিয়েছেন রাখীর মা।

Rakhi Sawant claims she had miscarriage because of husband Adil Khan Durrani

সেসময় যদিও রাখীর পাশেই ছিলেন আদিল। কিন্তু তার কিছুদিন পরেই রাখী আদিলের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি এক উঠতি অভিনেত্রীর সাথে বিবাহ বহির্ভুত সম্পর্কে রয়েছেন। রাখীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আদিলকে গ্রেফতারও করেছিল। যদিও এখন সে ছাড়া পেয়ে গিয়েছে।

site