• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুরন্ত গতিতে আসা রাজধানী এক্সপ্রেসের সাথে বাইকের ধাক্কা, ভাইরাল গা শিউরে ওঠার মত ভিডিও

কথায় আছে ‘নজর হাটি তো দুর্ঘটনা ঘটি’, এই প্রবাদবাক্যের উদাহরণ বহুবার মিলেছে আমাদের জীবনে। আর আজকাল সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে ছোট থেকে বড় সবাই সারাদিনের কিছু সময় ঠিকই নেটপাড়ায় দিই। আর সেখানেই একাধিক ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পরে যেখানে নানাধরণের কীর্তি চোখে পরে। তবে সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে সেটা একপ্রকার শিউরে ওঠার মত।

রেল লাইনে ক্রসিংয়ের সাথে সকলেরই স্মৃতি রয়েছে। প্রায়শই দেখা যায় গেট পড়ে গেলেও অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে গেট ক্রস করেন। আর এই ঝুঁকি নিয়ে যাতায়াত  করতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের যাতে এই ঝুঁকি না নেয় তার জন্য অনেক সচেতনতা অভিযানও চালানো হয়েছে। তবে তাতে খুব একটা লাভের লাভ হয়নি। যারা এই কাজ করতো তারা প্রাণের ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং করে চলেছে।

   

Viral Video,CCTV Footage,ভাইরাল ভিডিও,ট্রেন অ্যাক্সিডেন্ট,Level Crossing Accident,Express Train Bike Accident Video,Train Accident Video,Lucky Biker Accident video

সম্প্রতি এমনই এক রেলগেট বা লেভেল ক্রসিংয়ের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে দুরন্ত গতিতে আসা এক্সপ্রেস ট্রেনের থেকে কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেল এক বাইক আরোহী। তবে নিজে প্রাণে বাঁচলেও তার বাইক যে আর চালানোর যোগ্য নেই সেটা ফুটেজ দেখলেই স্পষ্ট। গা শিউরে ওঠার মত এই ঘটনাটি ১২ই ফেব্রুয়ারির।

যেমনটা জানা যাচ্ছে রাজধানী এক্সপ্রেস আসার জন্য গেট ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এক বাইক আরোহী নিজের মোটর সাইকেল নিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুদূর যাবার পর যে লাইনে রাজধানী এক্সপ্রেস আসছে তাঁর আগেই বাইক নিয়ে পরে যান ওই আরোহী। এরপর বেগতিক বুঝতে কোনোমতে বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। আর কয়েক মুহূর্তের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে তাঁর বাইকটিকে চোখের পলকেই গুড়িয়ে দিয়েছে এক্সপ্রেস ট্রেনটি।

গা শিউরে ওঠার মত এই গোটা ঘটনা রেলগেটে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ভিডিওই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা ভিরা ভিডিওতে পরিণত হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কারোর মতে, ‘বেশি পাকামির ফল’, তো কেউ বলেছেন, ‘নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করছিল। সব হিরোগিরি বেরিয়ে গেছে’। তবে যাই হোক না কেন, রেলগেট পরে থাকলে সেটা পার করা যে উচিত নয় সেটা আবারও একবার প্রমাণ হয়ে গেল।