• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চার হাত চার পা নিয়ে জন্ম নিল বিহারের শিশু! সদ্যজাতর প্রাণ ফেরাতে সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

রবিনহুড’ বললেও কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদ-কে (Sonu sood)। সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷

ইতিমধ্যেই দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অভিনেতার নামে একাধিক দোকান। তেলেঙ্গানায় তৈরি হয়েছে সোনু সুদের মন্দির। কলকাতার পুজো মন্ডপেও দেখা গেছে সোনুর মূর্তি। কোথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে। অসহায়ের কাছে সোনু সুদ কার্যত রক্ত মাংসের ভগবান। লোকডাউনে সরকারকে ভরসা করতে পারেননি সাধারণ মানুষ কিন্তু সোনু সুদ সেই অভাব পূরণ করেছেন। আজ করোনার অভিশাপ কাটিয়ে দেশ এখন অনেকটাই সুস্থ ,কিন্তু তবু সোনুর মানবতা আগের মতোই রয়েছে।

   

Bollywood,Robin Hood,sonu sood,Sonu Sood Trailor Shop,Telangana,তেলেঙ্গানা,বলিউড,রবিন হুড,সোনু সুদ

সম্প্রতি বিহারে জন্ম হয় এক চার হাত চার পা ওয়ালা শিশুর। কঠিন অপারেশন ছাড়া তাকে বাঁচানো কার্যত অসম্ভব ছিল ,আর সেই অপারেশনের খরচও সাধারণ মধ্যবিত্ত , বা নিম্নবিত্তদের আওতার বাইরে। সদ্যজাতর বাবা মা হয়ত ভেবেছিলেন কক্ষের সামনেই মরতে দেখতে হবে তাদের সন্তানকে। কিন্তু সোনু সুদের কানে খবর পোঁছাতেই তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

বিহারের নওয়াদা গ্রামে জন্মগ্রহণ করে ওই শিশু , অপারেশন ছাড়া তার সারাটাজীবনই কাটত মৃত্যুসম। বাচ্চাটির ছবি শেয়ার করে সোনু সকলকে আস্বস্ত করেছেন যে ইতিমধ্যেই খুদের চিকিৎসা শুরু হয়েছে। কেবল ভগবানের কাছে ওর জন্য প্রার্থনা করুন। ফের তার এই মহানুভবতার পরিচয় পেলেন তার দর্শক কুল পর্দায় ভিলেন সাজলেও ,বাস্তবে তিনি আসল নায়ক।

 

site