বিয়ে (Marriage) নিয়ে অনেকের মনেই নানান স্বপ্ন থাকে। করোনা ভাইরাসের কারণে বহুজনের বিয়ের সময় নির্ঘন্ট পাল্টে গেছে। কেউ বিয়ে পিছিয়েছে তো কেউ আপাতত বিয়েটাই স্থগিত করে দিয়েছে। কিন্তু সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে বিহার থেকে। সেখানে বিয়ের মাত্র ৬ ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে নতুন বউয়ের। এমন একটি মর্মান্তিক ঘটনার কারণে জীবনের অন্যতম এক খুশির দিন পরিবর্তিত হয়েছে চরম হতাশায়।
যেমনটা জানা যাচ্ছে বিহারের মুঙ্গেরের (Munger, Bihar) গত সোমবারের ঘটনা এটি। সেখানে রঞ্জন যাদব ও নিশা কুমারীর বিয়ে ঠিক হয়েছিল। নিজেদের বিয়ে নিয়ে বেশ খুশি ছিল পাত্রপাত্রী ও তাদের পরিবার। বর্তমানে করোনা মহামারীর জেরে খুব বেশি জমায়েতে নিষেধাজ্ঞা থাকায় কমসংখ্যক লোকজন নিয়েই বিয়ের আয়োজন করা হয়েছিল। এমনকি সমস্ত কোভিড বিধি নিষেধের কথাও মাথায় রাখা হয়েছিল।
এরপর ঠিক থাকে ভাবেই সম্পন্ন হয় বিয়ে। কিন্তু মুশকিল হল বিয়ের মাত্র ঘন্টা দুয়েক পরেই হটাৎ শরীর খারাপ হয়ে পরে নিশা কুমারী অর্থাৎ নতুন বউয়ের। এরপর পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার কোনো উন্নতি না দেখে ভাগলপুর হাসপাতালে রেফার করা হয় তাকে। পরিবারের লোকেরা নিশাকে সেখানে নিয়ে যান যত দ্রুত সম্ভব।
কিন্তু ভাগলপুর হাসপাতালে গিয়েও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশা কুমারী। পরিবারের লোকেরা এই খবর জানতে পেরেই হতাশ হয়ে পড়েন। বিয়ের পাত্র রঞ্জন পর্যন্ত ভাবতেই পারেননি যে জীবনের অন্যতম খুশির দিনটি এভাবে দুঃখের একটি দিনে পরিণত হবে। এরপর বিয়ের দিনেই নিজের সদ্যবিবাহিত স্ত্রীর অন্তিম সংস্কার করেন রঞ্জন যাদব। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উভয় পরিবারেই।