• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীর দেখাতেই পারি! মেয়েদের শরীর যৌনসামগ্রী নয়, নগ্ন ভিডিও পোস্ট নিয়ে সাফ জবাব উরফি জাভেদের

Published on:

Urfi Javed,Urfi Javed Diwali controversy,Urfi Javed topless video controversy,Urfi Javed on female body,Bollywood,entertainment,উরফি জাভেদ,উরফি জাভেদ দিওয়ালি বিতর্ক,নারী শরীর নিয়ে উরফি জাভেদ,বলিউড,বিনোদন

‘বিগ বস ওটিটি’ (Bigg Boss OTT) খ্যাত উরফি জাভেদ (Urfi Javed) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। এই চর্চার বেশিরভাগটাই হয় উরফির বিচিত্র ফ্যাশান সেন্স কিংবা তাঁর কোনও বিতর্কিত মন্তব্যের কারণে। সম্প্রতি যেমন দীপাবলির আগে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে নিজের ভিডিও শেয়ার করে নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। এবার সেই বিষয়ে সাফাই গেয়ে জন্ম দিলেন আরও বিতর্কের।

দীপাবলির আগে উরফির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছিল, লাল রঙের একটি সোফায় বসে রয়েছেন তিনি। ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত, শুধুমাত্র হাত দিয়ে স্তনযুগল ঢাকা এবং সেই অবস্থায় বসে বসে লাড্ডু খাচ্ছেন তিনি। উৎসবের মরসুমে উরফির এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ প্রচণ্ড চটে গিয়েছিলেন।

Urfi Javed Diwali wish

তবে এবার নেটিজেনদের সমালোচনার কড়া জবাব দিলেন উরফি। অভিনেত্রী বলেন, ‘আমার সাজ নিয়ে যারা এত মন্তব্য করছেন তাঁদের বলে রাখি আমি কিন্তু মোটেই ভারতীয় সংস্কৃতিতে নষ্ট করছি না। আগে সম্পূর্ণ বিষয়টা জানুন। একটি বিশেষ কারণের জন্য নারী শরীর ঢাকার কথা বলা হয়েছিল’।

উরফির সংযোজন, ‘মুঘল আক্রমণ হওয়ার পর মেয়েদের শরীর ঢেকে রাখার আদেশ দেওয়া হয়েছিল। নারী শরীর কোনোভাবেই যৌনতার প্রতীক নয়। নারীকেই শুধু নয়, নারী দেহকেও কিন্তু পূজা করা হয়। আগে নারীদের মানুষ শ্রদ্ধা করত। যারা সত্যিই জানতে চান, তাঁদের জানাতে পেরে আমি খুব খুশি। আমি কিন্তু আপনাদের মতো যা ইচ্ছা মন্তব্য করে বসি না। যে কোনও বিষয় নিয়ে আমি গভীরে গিয়ে চর্চা করি’।

Urfi Javed

যদিও উরফির এই কথা শোনার পরেও কিন্তু তাঁকে নিয়ে বিতর্ক কমেনি। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘শরীর ঈশ্বরের দেওয়া উপহার মানেই আপনি নগ্ন হয়ে সেটির প্রদর্শনী করতে পারেন না। এটার মানে ভগবানকে সম্মান করা বোঝায় না’।

উৎসবের মরসুমে ‘টপলেস’ হয়ে তুমুল বিতর্ক জন্ম দেওয়ার পর উরফি নিজের বক্তব্যের মাধ্যমে সেই  বিতর্ক থামানোর চেষ্টা করেছিলেন। তবে ‘বিগ বস ওটিটি’ খ্যাত তারকার সাফাই শুনে নেটিজেনদের একাংশ আরও বেশি চটে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥