• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘Bigg Boss OTT 2’তে চাঁদের হাট! টিভি নয়, এবার এই ওয়েব প্ল্যাটফর্মে দেখতে পাবেন সলমনের শো

দীর্ঘ অপেক্ষা শেষে শুরু হতে চলেছে ‘বিগ বস ওটিটি ২’ (Bigg Boss OTT 2)। প্রায় দু’বছর ধরে এই শোয়ের জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৭ জুন থেকে সম্প্রচার শুরু হবে সলমন খান (Salman Khan) সঞ্চালিত এই শোয়ের। তবে জানিয়ে রাখি, এই ‘বিগ বস’ কিন্তু টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন না। বরং সম্প্রচারিত হবে একটি নামী ওয়েব প্ল্যাটফর্মে।

আগেই জানা গিয়েছিল, ‘বিগ বস ওটিটি’র এই সিজনের সঞ্চালক হিসেবে করণ জোহর থাকবেন না। বরং বলি সুপারস্টার সলমনকেই দেখা যাবে। সেই সঙ্গে এও জানা গিয়েছিল, প্রতিযোগীদের তালিকাতেও থাকতে চলেছে একাধিক চমক। জনপ্রিয় পর্ন তারকা থেকে শুরু করে বলিউডের একাধিক পরিচিত মুখ থাকতে চলেছেন ‘বিগ বস’র এই সিজনে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সকলের (Contestant) নাম।

   

Anjali Arora and Akanksha Puri, Bigg Boss OTT 2, Bigg Boss OTT 2 contestants

আগেই জানা গিয়েছিল, আগামী ১৭ জুন থেকে সম্প্রচার শুরু হবে ‘বিগ বস ওটিটি ২’র। সলমনের এই শো দেখতে হলে চোখ রাখতে হবে জিও সিনেমায়। প্রত্যেকদিন রাত ৯টা থেকে নতুন পর্ব দেখতে পাবেন দর্শকরা। শুধু তাই নয়, এই সিজনে ২৪ ঘণ্টা সম্প্রচারের ব্যবস্থাও রাখছেন নির্মাতারা। অর্থাৎ দর্শকরা চাইলে সারাদিন ধরে ‘বিগ বস’ দেখতে পারবেন।

ইতিমধ্যেই ‘বিগ বস ওটিটি ২’র বাড়ির ছবি প্রকাশ্যে এসে গিয়েছে। গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে ‘বিগ বস’র বাড়ির চোখধাঁধানো অন্দরমহলের ছবি। সেই সঙ্গেই বেশ কয়েকজন প্রতিযোগীর নামও ঘোষণা করা হয়েছে।

Aaliya Siddiqui and Avinash Sachdev, Bigg Boss OTT 2, Bigg Boss OTT 2 contestants

জানা গিয়েছে, সলমনের শোয়ের এই নতুন সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা, নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী, মিকা সিংয়ের বান্ধবী আকাঙ্ক্ষা পুরী, অবিনাশ সচদেব, জিয়া শঙ্কর, পলক পুরসওয়ানি, পুনীত সুপারস্টার, বেবিকা ধুর্বের মতো তারকারা।

Mia Khalifa and Raj Kundra, Bigg Boss OTT 2, Bigg Boss OTT 2 contestants

শুধু এটুকুই নয়, ‘বিগ বস ওটিটি ২’র ওয়াইল্ড কার্ড প্রতিযোগীদের নামও ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। শোনা যাচ্ছে, নামী পর্নস্টার মিয়া খালিফাকে সলমনের শোয়ের অতিথি হিসেবে এই বছর দেখা যেতে পারে। সেই সঙ্গেই উঠে আসছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নাম। সব মিলিয়ে, ‘বিগ বস ওটিটি ২’ যে দারুণ জমজমাট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।