• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিদ্ধার্থ শুক্লা অতীত, পার্টিতে গুরু রণধাওয়াকে জড়িয়ে ধরে নাচ শেহনাজ গিলের! ফাঁস হল ভিডিও

Published on:

Bigg Boss fame Shehnaaz Gill dances with Guru Randhawa in a Diwali party, watch video

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’এর (Bigg Boss) হাত ধরে সারা দেশে তুমুল জনপ্রিয় হয়ে গিয়েছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ নামে খ্যাত শেহনাজ গিল (Shehnaaz Gill)। সুপারহিট এই রিয়্যালিটি শোয়ের হাত ধরেই জনপ্রিয় টেলি তারকা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) সঙ্গে সম্পর্কও গড়ে উঠেছিল তাঁর। ‘সিডনাজ’ নিজে কখনও প্রেমের গুঞ্জনে শিলমোহর না দিলেও, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই তাঁদের প্রেমের খবর শোনা যেত।

তবে দুর্ভাগ্যজনকভাবে গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ। দেখতে দেখতে তাঁর মৃত্যু হয়েছে এক বছর হয়ে গেল। চর্চিত প্রেমিককে হারিয়ে শুরুতে প্রচণ্ড ভেঙে পড়লেও এখন নিজেকে অনেকটা সামনে নিয়েছেন শেহনাজ।

Sidharth Shukla and Shehnaaz Gill

শীঘ্রই সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই, কিসি কি জান’এর হাত ধরে বলিউডে পা’ও রাখতে চলেছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা’। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা তো চলতেই থাকে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক গুরু রণধাওয়ার (Guru Randhawa) সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখার পর থেকেই ফের তাঁকে নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়ে গিয়েছে।

আসলে শেহনাজ সম্প্রতি কৃষ্ণ কুমারের দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন গুরুও। সেখানেই দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় ‘কাপল ডান্স’ করতে দেখা যায়। দুই তারকার রোম্যান্টিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছে।

Shehnaaz Gill and Guru Randhawa

‘পাঞ্জাবের ক্যাটরিনা’র সঙ্গে নিজের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গুরু। ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের প্রিয় শেহনাজ গিলের সঙ্গে নাচ। আপনাদের সকলকে দিওয়ালির অনেক শুভেচ্ছা জানাই’। গুরু-শেহনাজের এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Guru Randhawa (@gururandhawa)

তবে পাশাপাশি এই প্রশ্নও উঠছে যে সত্যিই কি তবে সিদ্ধার্থকে ভুলেই গিয়েছেন শেহনাজ? মাস খানেক আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ সহ অভিনেতা এবং জনপ্রিয় ডান্সার রাঘব জুয়ালের সঙ্গে। দুই তারকার ঘনিষ্ঠতা নজরে কেড়েছিল নেটিজেনদের। এবার ফের গুরুর সঙ্গে এই ভিডিও প্রকাশ্যে আসার পর উঠতে শুরু করে দিয়েছে এই একই প্রশ্ন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥