• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই নোংরামি, Big Boss প্রতিযোগীকে মার জনপ্রিয় অভিনেতার, ভিডিও ভাইরাল হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

Updated on:

Bigg Boss contestant Archana Gautam accuses Shalin Bhanot of hitting her, watch video

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) শো’টি ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম হিট শো। ‘বিগ বস’ মানে একদিকে যেমন বন্ধুত্ব, প্রেম তেমনই আর একদিকে ঝামেলা, বিতর্কও। কয়েকদিন আগে শুরু হওয়া ‘বিগ বস ১৬’ নিয়ে যেমন ইতিমধ্যেই বেশ কিছু বিতর্ক তৈরি হয়ে গিয়েছে।

‘মিটু’ দোষী সাজিদ খানের অংশগ্রহণ থেকে শুরু করে টেলিভিশন অভিনেত্রীদের পেশাকে ‘মিস ইন্ডিয়া’ রানার মান্যার অপমান, শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছে সলমন খানের শো। এবার অবশ্য আরও বড় একটি বিতর্ক সামনে এসেছে। জনপ্রিয় এক টেলিভিশন অভিনেতার বিরুদ্ধে উঠেছে এক মহিলা প্রতিযোগীকে মারের অভিযোগ।

Salman Khan in Bigg Boss

সোমবার দেখানো হবে, ‘বিগ বস’এর ঘরে অধিনায়কত্বের টাস্ক চলছে। সেখানেই বচসায় জড়ান জনপ্রিয় টিভি অভিনেতা শালীন ভানোট (Shalin Bhanot) এবং অর্চনা গৌতম (Archana Gautam)। এরপরই হঠাৎ অর্চনা দাবি করেন, তাঁকে মেরেছেন শালীন। প্রথমে অপর প্রতিযোগীদের কাছে এবং এরপর ক্যামেরার সামনে গিয়ে এই অভিযোগ জানান অর্চনা।

কালার্সের তরফ থেকে শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, ‘বিগ বস’এর ঘরের সদস্যরা অধিনায়কত্বের জন্য লড়ছেন। ওদিকে বাকি প্রতিযোগীরা সেই পথে বাধা সৃষ্টি করছেন। এই টাস্কেই শিব ঠাকরে যাতে জিততে না পারেন সেই জন্য তাঁর মাথায় থাকা গামলায় একাধিক ভারী জিনিস দিতে থাকেন শালীন। তা সত্ত্বেও শিব না হারায় শালীন একটি বড় স্যুটকেস শিবের মাথায় দিতে যান।

Shalin Bhanot and Archana Gautam

তা দেখে বাধা দিতে এগিয়ে আসেন অর্চনা। তিনি বলে ওঠেন, ‘এটি বিগ বসের সম্পত্তি’। তখনই নাকি তাঁকে স্যুটকেস দিয়ে কষিয়ে একটি ধাক্কা মারেন শালীন। আর ব্যস, তা থেকেই শুরু হয় বিতর্ক। এরপরই ক্ষিপ্ত অর্চনা বাকি প্রতিযোগীদের গিয়ে বলেন শালীন তাঁকে মেরেছেন। এরপর ‘বিগ বস’এর কাছে গিয়ে অর্চনা দাবি করেন, শালীনকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

অবশ্য এই প্রথম নয়, শালীন চলতি সিজনের এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। হাঁটুর বয়সী সম্বুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা থেকে শুরু করে সাজিদকে বিনা কারণে নমিনেট হওয়া, শালীন একাধিক বিতর্কে জড়িয়েছেন। ‘উইকেন্ড কা বার’এ একজন দর্শক এসেও শালীনকে তাঁর গেমের জন্য একহাত নেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥