• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাখি সাওয়ান্তের গায়ের বিশ্রী দুর্গন্ধ, অপরিচ্ছন্ন চাল চলনে নাজেহাল বিগবসের প্রতিযোগীরা!

আবারও আগের সিজনগুলির মত রগরগে অবস্থায় ফিরছে বিগ বস ১৪ (Bigg Boss 14)। দর্শকদের মনে বিগ বস ১৩-এর স্মৃতি এখনও উজ্জ্বল যেখানে পরশ ছাবরা (Parash Chhabra) অভিযোগ করেন যে বাথরুমে ইচ্ছা করে নিজের অন্তর্বাস ফেলে এসেছেন আরতি সিং (Arti Singh)!

যদিও রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) হাউসে প্রবেশ করার পর থেকেই মাত্রা ছাড়িয়েছে এই অনুষ্ঠান। এরই মাঝে সম্প্রতি সলমন খান (Salman Khan) প্রতিযোগীদের রীতিমত ক্লাস নিয়েছেন যাতে ক্যামেরার সামনে মুখ খোলার বিষয়ে তাঁরা আর একটু সতর্ক করা যায়। যদিও তাতে লাভ হয়নি কিছুই। স্বাস্থ্যবিধির দিক থেকে যে প্রটোকল ভাঙছে বিগ বস, সে অভিযোগ তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে প্রতিযোগীরাও একে-অপরের দিকে বাথরুম অপরিষ্কার রাখার বিষয়ে আঙ্গুল তুলতে ব্যস্ত!

   

Rakhi Sawant

গসিপ হোক বা পরনিন্দা-পরচর্চা, বিগ বস হাউস এ বিষয়ে সবসময় দশে দশ পাবে। সম্প্রতি নিক্কি তাম্বলি (Nikki Tamboli) ও জ্যস্মিন ভাসিন (Jasmin Bhasin)-এর আলোচনায় নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে ভাইজানের হাউসে। দু’জনের মতে, রাখির শরীর থেকে নাকি দুর্গন্ধের সৃষ্টি হয়, যা হাউসের বাকি প্রতিযোগীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও বর্তমান বিতর্ক দানা বেঁধেছে এই নিয়ে যে প্রস্রাবাগারের বিনে রাখি কি ফেলে এসেছেন।

Jasmin vasin Rakhi Sawant

এ বিষয়ে দুই প্রতিযোগীর মুখ খোলার আগেই সলমন ও ইজাজ খান (Eijaz Khan) তাঁদের চুপ করান। বিগ বস হাউসে এহেন অস্বস্তিকর পরিস্থিতির কারণে যে অনুষ্ঠানের থেকে মুখ ঘুরিয়ে নিতে পারেন দর্শকরা, তা বুঝতে পেরেই যেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত পরিচালকের।

Rakhi Sawant

শুধুমাত্র রাখি নয়, রাহুল বৈদ্যকে (Rahul Vaidya) নিয়েও নোংরা কথা শোনা গেছে বিগ বস হাউসে। একটি ভাইরাল ভিডিওয় রাহুল বৈদ্যর অন্তর্বাসের বিষয়ে নিক্কি তাম্বলিকে আলোচনা করতে দেখা যায়। ভিডিওতে স্পষ্ট বোঝা যায় যে নিক্কি এ বিষয়ে অভিনব শুক্লার ( Abhinav Shukla) সঙ্গে কথা বলছেন।

নেটিজেনদের প্রশ্ন একটাই, বিগ বস ১৩-এর থেকেও বর্তমান সিজনে প্রতিযোগী কম, তাহলে শুধুমাত্র ‘বাথরুম’ ও ‘অন্তর্বাস’ নিয়ে এই যে কাটাছেঁড়া, তা কি শুধুই টিআরপি বাড়ানোর কৌশল? প্রশ্নের উত্তর আপাতত জানা না থাকলেও বলি-বোদ্ধাদের বক্তব্য একটাই, অবিলম্বে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এহেন অনুষ্ঠানে এমন ‘নোংরা’ আলোচনা বন্ধ করা জরুরি।

site