• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটুর বয়সী জ্যাসলিনের সঙ্গে বিয়ে সারলেন অনূপ জালোটা ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

Published on:

বিগবস ১২-এ বিতর্কের শীর্ষে ছিল জ্যাসলিন মাথারু এবং অনূপ জালোটার জুটি। দুজনের বয়সের ব্যবধান আকাশ পাতাল হলেও তাদের সম্পর্ক যে বেশ মাখো-মাখো তা বহুবার ধরা পড়েছে বিগবসের অন্দরমহলে। একাধিকবার ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গেছে তাদের। তাদের সম্পর্ক নিয়ে নেট দুনিয়ায় গুঞ্জনের শেষ নেই।

যদিও যতবারই তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে বলা হয়েছে তারা জানিয়েছে, তাদের মধ্যে কেবলই গুরু-শিষ্যের সম্পর্ক। কিন্তু সম্প্রতি ইন্সটা হ্যান্ডেলে জ্যাসলিনের পোস্ট করা ছবি তো অন্য কথা বলছে। ছবিতে জ্যাসলিন এবং অনুপ জালোটাকে দেখা যাচ্ছে বিয়ের সাজে।

গোলাপি নজরকাড়া ভারী পোশাক এবং কুন্দনের গয়নায় নিজেকে সাজিয়েছেন জ্যাসলিন। মাথায় মাংটিকা, সদ্য বিবাহিতার মত ঘোমটা টেনে হাতে পরেছেন চূড়াও। অন্যদিকে অনূপ জালোটার পরনেও বর-পোশাক। শেরওয়ানি মাথায় পাগড়ি পরে বেশ খুশিই দেখাচ্ছে জালোটাকেও।

https://www.instagram.com/p/CGFejgFMQzn/?igshid=1mgdrsl011pg9

ছবি শেয়ার হতেই জল্পনা শুরু হয় নেট পাড়ায়। সকলের একটাই প্রশ্ন, তবে কি বিয়েটা সেরেই ফেললেন অনূপ-জ্যাসলিন? উঠে এসেছে রকমারি মন্তব্যও। কিন্তু জানা যাচ্ছে, ‘ইয়ে মেরি স্টুডেন্ট হ্যায়’ নামক একটি ছবির সেট থেকেই এই ছবি শেয়ার করেছেন জ্যাসলিন মাথারু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥