• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝগড়া করেই লাখপতি! বিগবসের প্রতিযোগী হয়ে সপ্তাহেই মিলছে ১০ লক্ষ, কে পাচ্ছে কত? রইল তালিকা

টেলিভিশনের পর্দায় সিরিয়াল ছাড়াও বেশ কিছু রিয়্যালিটি শো সম্প্রসারিত হয়। যার মধ্যে অন্যতম একটি হল বিগ বস (Big Boss)। বিগত ১লা অক্টবর থেকে শুরু হয়েছে বিগ বস সিজেন ১৬ (Big Boss Season 16)। জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে ড্রামা, কমেডি, মারামারি থেকে শুরু করে প্রেমকাহিনী সবই দেখা যায়। মোট ১৬ জন প্রতিযোগীদের নিয়ে শুরু হয়েছে এবছরের বিগবস। বিজেতা হলেই মিলবে চ্যাম্পিয়ান ট্রফি ও মোট টাকা।

তবে, শুধু বিজেতা হলে টাকা মিলবে এমনটা কিন্তু মোটেই নয়। বিগবসের মঞ্চে খেলতে আসার জন্যই একটা মোটা টাকা দেওয়া হয় প্রত্যেক প্রতিযোগীদের। যদিও প্রত্যেকের প্রাপ্য টাকার ভাগ সমান হয় না তবে কেউ কেউ ১০ লক্ষ পর্যন্ত পারিশ্রমিক পান প্রতি সপ্তাহে। আজ আপনাদের বিগবস সিজেন ১৬ এর লক্ষাধিক টাকা পারিশ্রমিক পাওয়া প্রতিযোগীদের সাথে পরিচয় করিয়ে দেব।

   

Priyanka Chahar Chawdhary

১. প্রিয়াঙ্কা চাহার চৌধুরী (Priyanka Chahar Chowdhary): হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির নায়িকা প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অভিনেত্রীকে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহের জন্য। এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্র মতে।

Ankit Gupta

২. অঙ্কিত গুপ্ত (Ankit Gupta) : প্রিয়াঙ্কার সাথেই টেলিভিশনে জুটি বাঁধতে বা বলা ভালো অভিনয় করতে দেখা গিয়েছে অংকিত গুপ্তকে। আর বিগবসে আসার জন্য তাকে প্রতি সপ্তাহে ৫-৬ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।

Nimrit Kaur Ahluwalia

৩. নিমৃত কৌর আহলুওয়ালিয়া (Nimrit Kaur Ahluwalia) : মডেল অভিনেত্রী নিমৃত কৌর আহলুওয়ালিয়া। ২০১৮ সালে ফেমিনা মিস মণিপুর হয়েছিলেন অভিনেত্রী। বিগবস সিজেন ১৬ এর প্রতিযোগী হিসাবে প্রতি সপ্তাহে ৭-৮ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

Tina Dutta Big Bos 16 highest paid contestant

৪. টিনা দত্ত (Tina Dutta) : কালার্স টিভির জনপ্রিয় নায়িকা টিনা দত্ত। অভিনেত্রীকে এর আগে খাতরো কে খিলাড়ি সিজেন ৭ এও দেখা গিয়েছিল। বিগবস ১৬ এর প্রতিযোগী হিসাবে দেখা যাচ্ছে তাকে। তবে এবারের সিজেনে সম্ভবত সর্বাধিক পারিশ্রমিক তিনিই পাচ্ছেন। যেমনটা জানা যাচ্ছে প্রতি সপ্তাহের জন্য ৮-৯ লক্ষ টাকা দেওয়া হচ্ছে টিনাকে।

site