কিছুদিন আগেই সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) গোটা বিশ্বে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছিল। গানের অর্থ না বুঝলেও সুরের জাদুতেই মুগ্ধ হয়েছে কোটি কোটিমানুষ। এবার বিখ্যাত গানের গায়িকা এলেন ভারতে। জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো বিগবসের (Big Boss 15) মঞ্চে এদিন হাজির হলেন ইয়োহানি। এদিন সালমান খানের সাথে দেখা মিলল গায়িকার।
ভারতে গায়িকা যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেনা তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বলিউডে কাজের সুযোগ মিলেছে ইয়োহানির। তবে এদিন বিগ বসের মঞ্চে শুধুই গেস্ট অ্যাপিয়ারেন্স নয় বরং সালমান খানকে নিজের গান শেখালেন গায়িকা। মঞ্চে দাঁড়িয়েই ভেঙে ভেঙে উচ্চারণ শেখালেন মানিকে মাগে হিথে গানের। যদিও সালমান খানের গলায় সেই গান শুনে হেসেই ফেলেছেন গায়িকা।
আসলে গানের ভাষা একেবারেই আলাদা, তাই বুঝতে বেশ অসুবিধা হচ্ছিলো ভাইজানের। তাই মাঝে মধ্যে গান গাওয়ার বদলে ‘হু হু’ করেই কাজ সেরে দিচ্ছিলেন তিনি। এই দেখেই হেসে লুটোপুটি খাচ্ছিলেন ইয়োহানি। ইতিমধ্যেই বিশেষ পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে কালার্স চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি বেশ ভাইরালও হয়ে পড়েছে।
View this post on Instagram
ইতিমধ্যেই ভিডিওটিতে প্রায় ১০ লক্ষ মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিও দেখে গায়িকার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ইয়োহানির ভারতে আসার পাশাপাশি রয়েছে আরো সুখবর। আগেই বলেছি ইতিমধ্যে বলিউডে কাজের অফার পেয়ে গিয়েছেন তিনি। ‘শিদ্দত (Shiddat)’ ছবিতে প্লে ব্যাক করবেন ইয়োহানি।
সুতরাং বোঝাই যাচ্ছে শ্রীলংকার পাশাপাশি ভারতেও নিজের জনপ্রিয়তা বাড়াতে কোমর বেঁধেছেন ইয়োহানি। এদিন প্রিয় গায়িকাকে পেয়ে ছবি তোলার সুযোগ ছাড়েননি বলিঅভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বেশ কিছু ছবি তুলে সেগুলি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ইন্টারনেটে।