• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারা কারা থাকছেন বিগবস-১৪ এর বাড়িতে, বেরিয়ে এলো সেই লিস্ট !

Updated on:

আসতে চলেছে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে চর্চিত শো বিগ বসের ১৪ নম্বর সিজন। করোনা আবহের মধ্যেই বিগ বসের নতুন সিজন নিয়ে ফিরছেন ভাইজান। অবশেষে অনেক ঝড় ঝাপটা সয়ে শুরু হতে চলেছে বিগবস। করোনাকালীন সতর্কতা মেনেই বিগবসের বাড়িতে থাকবেন এবারের প্রতিযোগীরা। ইতিমধ্যেই নতুন সিজনের প্রতিযোগী কারা হতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমতাবস্থায় প্রকাশ্যে এবারের কিছু বিগবস-বাসীর নাম।

জেসমিন ভাসিন- টেলিসিরিয়ালের পরিচিত মুখ জাসমিন ভাসিনকে এবার দেখা যাবে বিগবসের বাড়িতে৷ এই অভিনেত্রীকে সম্প্রতি দেখা যাচ্ছে ‘খাতরো কে খিলাড়ি মেক মি ইন্ডিয়াতে’। নাগিন-৪ এও অভিনয় করেছিলেন তিনি।

ইজাজ খান- টেলিভিশন এবং সিনেমা দুটোতেই অভিনয় করেছেন ইজাজ। তিনি কাব্যঞ্জলি ও কুসুম সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। বিগবস ১৪ এর অন্যতম প্রপভাবশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছে তার নাম।

নিশিকান্ত সিং মালকানি- নিশান্ত ‘গুড্ডন তুমসে না হো পায়েগা’ শো ছেড়ে আসছেন বিগবসে। তাকে সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে।

পবিত্র পুনিয়া- ডেটিং শো স্প্লিটভিলা দিয়ে কেরিয়ারের শুরু হয় তার। লাভ ইউ জিন্দেগী, নাগিন -৩ এবং ইয়ে হ্যায় মহব্বতেন সহ অনেক সিরিয়াল করেছেন তিনি।

জান কুমার সানু- জনপ্রিয় গায়ক কুমার সানুর ছেলে হলেন জান। জান-ও পেশায় এলজন গায়ক। এবার তাকে দেখা যাবে বিগবসের বাড়িতে।

জানা যাচ্ছে, এছাড়াও নেহা শর্মা, নিকি তাম্বোলি, নয়না সিংহ, রাধে মা সহ একঝাঁক নামজাদা তারকাকে দেখা যাবে বিগবসের বাড়িতে। ইতিমধ্যেই বিগবস ঘিরে উত্তেজনা তুঙ্গে। আগামী ৪ঠা অক্টোবর থেকেই কালার্সের পর্দায় আসতে চলেছে বিগবস-১৪।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥