• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৯ লক্ষ টাকায় ২ কোটি BigBasket ইউজারের সমস্ত তথ্য বিক্রি হয়ে গেল! আজই সাবধান হোন।

বর্তমান ইন্টারনেটের যুগে অনেকেই অনলাইন শপং (Online Shopping) পছন্দ করেন। বিশেষত করোনা মহামারীর লকডাউনের ফলে অনেকেই অনলাইন কেনাকাটিতে অভ্যস্ত হয়ে পড়েছেন। আর বর্তমানে অনলাইন শপং শুধু ইলেক্ট্রনিক্স বা জামাকাপড়ে সীমাবদ্ধ নেই। শুকনো খাবার থেকে তাজা শাকসবজি থেকে শুরু করে আলু পটল সবই পাবেন অনলাইনে। নেই কোনো বাইরে যাবার ঝামেলা অর্ডার করলেই বাড়িতে বসে মিলবে সব কিছু। Amazon Grocery, Grofers BigBasket এর মত সংস্থাগুলি এই দৌড়ে এগিয়ে রয়েছে অনেকটাই। সম্প্রতি আমাজন তার নতুন সুবিধা Amazon Fresh চালু করেছে কলকাতায়।

প্রযুক্তির সুবিধার কথা তো অনেক হল এবার আসা যাক অন্য দিকে। প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমনি আছে অসুবিধাও। আরো সহজে বলতে গেলে প্রযুক্তির উন্নতির সাথে যেমন নতুন নতুন অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, তেমনি বাড়ছে হ্যাকারদের উৎপাত। যেমনটা জানা যাচ্ছে বিগত ৪-৫ দিন আগে হ্যাকিং এর শিকার হয়েছে BigBasket। যার ফলে প্রায় ২ কোটি গ্রাহকের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা যাচ্ছে।

   

সাইবার সিকিউরিটি টিম সাইবেল (Cybel) জানিয়েছে গত মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ শে অক্টোবর হ্যাকাররা BigBasket এর অ্যাক্সেস পায়। সেখান থেকে ইউজারদের ডেটা চুরি করতে থাকে হ্যাকররা। ঘটনার ৩ দিন পরে BigBasket হ্যাকিং এর ব্যাপারটি বুঝতে পারে। তবে তার মধ্যেই ২ কোটি ইউজারদের ব্যক্তিগত ডেটা চুরি করেছে হ্যাকাররা। এরপর এই ব্যক্তিগত ইনফর্মাশনের এই তথ্য ভান্ডার তারা বিক্রি করেছে ডার্ক ওয়েবে। জানা যাচ্ছে ৪০,০০০ ডলার ভারতীয় মুদ্রায় ২৯ লক্ষ টাকার বিনিময়ে তারা এই তথ্য বিক্রি করেছে।

এখন আপনিও যদি একজন BigBasket ইউজার হন তাহলে আপনার নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত  রাখতে এখুনি নিন এই পদক্ষেপ গুলি :

১.  এখুনি নিজের BigBasket এর পাসওয়ার্ড বদলে ফেলুন। সাথে নিজের ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড ও পরিবর্তন করুন।

২. যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার না করে UPI ব্যবহার করেন তাহলে আপনার UPI পিন বদলে ফেলুন।

৩. এমনকি যে ইমেইল আইডি দিয়ে BigBasket ব্যবহার করতেন সেটির পাসওয়ার্ড ও পারলে ফেলুন। সাথে যদি কেউ কাস্টমার কেয়ারের নাম করে কোনো তথ্য জানতে চায় তাকে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।