• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই সুপারহিট! মদের ব্যবসার পর বাবা শাহরুখের নাম উজ্জ্বল করতে হিরো হচ্ছেন ছেলে আরিয়ান

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ানকে (Aryan Khan) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। বেশিরভাগ সময়েই অবশ্য ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। মাদক মামলায় জড়িয়ে জেল খাটা থেকে শুরু করে বয়সে বড় নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন- আরিয়ানের ব্যক্তিগত জীবন সমসময়ই চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে এবার নিজের কাজের জন্য সংবাদের শিরোনামে তিনি।

মাদক মামলার রেশ কাটিয়ে গত বছরের শুরু থেকেই নিজের কেরিয়ার তৈরির ওপর মনোনিবেশ করেছেন আরিয়ান। বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক প্রোজেক্টে কাজ করেছেন তিনি। এবার সেই আরিয়ানকেই দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। বাবার দেখানো পথে হেঁটেই বিনোদন দুনিয়ায় অভিষেক করতে চলেছেন তিনি।

   
Aryan Khan web series
আরিয়ান খান

আগেই জানা গিয়েছিল, চলতি বছরই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা। এবার জানা গেল, তিনি একা নন, বরং আরিয়ানও শীঘ্রই বিনোদন দুনিয়ায় অভিষেক করতে চলেছেন। তবে বাবা এবং বোনের মতো অভিনয় নয়, বরং পরিচালনাকেই বেছে নিয়েছেন তিনি।

বাবা নামী সুপারস্টার হলেও আরিয়ানের অভিনয় একেবারেই পছন্দ নয়। সেই কারণে করণ জোহরের মতো নামী পরিচালক-প্রযোজকের অফার বহুবা ফিরিয়ে দিয়েছেন তিনি। শাহরুখ পুত্রের ঝোঁক লেখালেখিতে। আর সেই জন্যই পরিচালনার কাজই বেছে নিয়েছেন তিনি।

Aryan Khan,Shah Rukh Khan,Bollywood,Debut,production house,web series,entertainment,শাহরুখ খান,আরিয়ান খান,বলিউড,প্রযোজনা সংস্থা,প্রোডাকশন হাউস,বিনোদন,ওয়েব সিরিজ,Aryan Khan debut web series,Aryan Khan debut,Shah Rukh Khan Aryan Khan,Aryan Khan web series,শাহরুখ খান আরিয়ান খান,আরিয়ান খান ডেবিউ,আরিয়ান খান ওয়েব সিরিজ,আরিয়ান খান ডেবিউ ওয়েব সিরিজ

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওয়েব সিরিজ নিয়ে আসছেন শাহরুখ পুত্র। আপাতত সেই সিরিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি। জানা গিয়েছে, আরিয়ানের সিরিজে তরুণ সম্প্রদায়ের আকাঙ্ক্ষা, স্বপ্ন, দুঃস্বপ্নের কাহিনী দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্সে রিলিজ করবে শাহরুখ পুত্রের ডেবিউ সিরিজ। প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

Aryan Khan web series
শাহরুখ পুত্র আরিয়ান খান

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে ওয়েব সিরিজের কাজ। ইতিমধ্যেই বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি শাহরুখ পুত্রের সঙ্গে চুক্তি করতে চাইছে। তবে আরিয়ান সকলকেই ফিরিয়ে দিচ্ছেন। বাবার নাম নয়, বরং নিজের প্রতিভার মাধ্যমে কেরিয়ার গড়তে চাইছেন তিনি।