• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর! কবে বিয়ে করছেন আদিত্য নারায়ণ, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

Published on:

শোনা যাচ্ছিল খুব শিগগিরই সংসার পাততে চলেছেন উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ। সেই নিয়েই চলছিল বিস্তর জল্পনা। অবশেষে সমস্ত কৌতুহল সাঙ্গ করলেন উদিত পুত্র। চলতি বছরের শেষেই সাত পাকে ঘুড়ে সংসার পাততে চলেছেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সে কথা।

দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সাথেই গাঁটছড়া বাঁধবেন তিনি। শ্বেতার সাথস নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে আদিত্য লেখেন, “আমরা দুজনেই বিশ্বাস করি ব‍্যক্তিগত জীবন ব‍্যক্তিগতই রাখতে। বিয়ের প্রস্তুতির জন‍্য সোশ‍্যাল মিডিয়া থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি।” সাথে হবু স্ত্রীর উদ্দেশ্যে মিষ্টি একটি বার্তা দিতে আদিত্য লেখেন “বলেছিলাম না কখনও না কখনও তোমাকে পাবোই”।

প্রসঙ্গত দিন কয়েক আগেই আদিত্যর আর্থিক অবস্থা নিয়ে শুরু হয়েছিল তীব্র জলঘোলা। রটেছিল, লকডাউনকালীন অবসরে নাকি নিজের সঞ্চয়ের সমস্ত অর্থই শেষ করে ফেলেছেন আদিত্য। গান – টিভি অনুষ্ঠানের সঞ্চালনা করে তিনি যা উপার্জন করতেন, দীর্ঘ কয়েকমাস সেসবও বন্ধ। তিনি জানিয়েছিলেন বিয়ের আগে তার অ্যাকাউন্টে নাকি পড়ে রয়েছে মাত্র ১৮ হাজার টাকা। তিনি জানিয়েছিলেন এভাবে চলতে থাকলে নাকি তাকে বাইক-ও বেচতে হতে পারে।

সকলেরই প্রশ্ন ছিল তবে এই অবস্থায় কীভাবে বিয়ে করবেন গায়ক। সেসব কৌতুহল সাঙ্গ করে নিজের বিয়ের দিনক্ষণ নিজেই জানালেন তিনি। তবে কোভিড পরিস্থিতিতে আপাতত মন্দিরেই বিয়ে সারবেন আদিত্য। রিসেপশন পার্টিটা জাঁকজমকপূর্ণ করে করার ইচ্ছে আছে তার, তবে সেটা এই মহামারী সংকট মিটলেই তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥