সন্দেহজনক গতিবিধির দরুণ মুম্বই শাখার দুই অফিসারকে সাসপেন্ড করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবির তরফে জানা গেছে, দুই সম্ভাব্য অভিযুক্তকে অসাধু উপায়র জামিন পেতে সাহায্য করেন ওই দুই অফিসার। এই দু’জন ভারতী সিং, হর্ষ লিমবাচিয়া ও করিশমা প্রকাশের কেসের সঙ্গেও যুক্ত ছিলেন। সূত্রের খবর, ভারতীর মামলার শুনানি চলাকালীন অনুপস্থিত থাকায় সন্দেহের তালিকায় যুক্ত হয় দুই অফিসারের নাম।
আদালতের এক আধিকারিক জানিয়েছেন, দুই মামলাতেই সরকারি উকিল সহ ওই দুই এনসিবি কর্তা গরহাজির ছিলেন। আর এর ফলেই আগের দুই অভিযুক্ত এবং সম্প্রতি ভারতী ও হর্ষ জামিনে ছাড়া পেয়ে যান।
২১শে নভেম্বর গাঁজা রাখার অপরাধে গ্রেপ্তার হন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিমবাচিয়া। ভারতী ও হর্ষের বাসভবনে আচমকা অভিযান চালিয়ে প্রায় ৮৬.৫ গ্রাম গঞ্জিকা উদ্ধার করে এনসিবি টিম। যদিও দু’দিন পরেই ১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যায় অভিযুক্ত দম্পতি। স্বাভাবিকভাবেই আদালতের বিচার ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকের বক্তব্য, “বলিমহলে পরিচিত মুখ হলেই এমনটা হয়, যেমন ঘটেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের ক্ষেত্রেও।”