করোনা আবহে রোজই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসছে একাধিক মর্মান্তিক ছবি। কখনও অক্সিজেনের ঘাটতি, তো কখনও বেডের অভাবে রোগী মৃত্যু, এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে গোটা দেশ। বেহাল দশা পশ্চিমবঙ্গেরও। তারমধ্যেই গতকাল পর্যন্ত চলেছে বাংলার বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফা।
এবার নির্বাচন শেষ হতেই অবশেষে এহেন করোনা পরিস্থিতিতে টনক নড়লো রাজ্যের। শুক্রবার থেকেই আংশিক লকডাউনের ঘোষনা করে একাধিক বিধিনিষেধ আনা হয় রাজ্য সরকারের তরফে।
এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, জিম, স্পা, রেস্তোঁরা, বিউটি পার্লার, সিনেমা হল। এছাড়া মিটিং, মিছিল, সমাবেশ, সাংস্কৃতিক কর্মকান্ড, বিয়ে, অনুষ্ঠানের ক্ষেত্রেও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা।
জারি হওয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাজার দোকানপাট খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত। তবে মুদির দোকান এবং জরুরি পরিষেবা এবং ওষুধের দোকানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। হোম ডেলিভারির উপরেও নেই কোনো নিষেধাজ্ঞা।