• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর: ৭ই নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা হবেনা দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে, জানালো NCB

Published on:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই উঠে এসেছে বলিপাড়ার বিভিন্ন অন্ধকার দিক। একে একে সামনে এসেছে বি-টাউনের মাফিয়ারাজ, নেপোটিজম, আর মাদক যোগের প্রসঙ্গ। মাদক যোগের কারণে ঘুম উড়েছে তাবড়-তাবড় বলি-তারকাদের। এদিন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরো (NCB)। তবে একাধিকবার সমন পাঠানোর পরেও বেপাত্তা ছিলেন দীপিকার ম্যানেজার।

অবশেষে বুধবার উদয় হন তিনি। চলে টানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ৷ এদিকে জামিনের জন্যও আবেদন জানায় করিশ্মা প্রকাশ। তারপরেই NDPS আদালতে NCB জানায় নভেম্বর করিশ্মার অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না।

প্রসঙ্গত, করিশ্মার বাড়ি থেকে আগেই উদ্ধার করা হয়েছিল ১.৮ গ্রাম হ্যাশ সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের ফাঁকা বোতল। তারপরেই সমন পাঠানো হয়েছিল তাকে। তল্লাসির পর থেকেই লাগাতার সমন পাঠিয়ে যাওয়া হয়েছিল করিশ্মাকে। এমনকি তার মায়ের কাছ অবধিও এই খবর পৌঁছে দিয়েছিল NCB। সমনের আদেশের প্রতিলিপি পাঠানো হয়েছিল কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের দফতরেও, এরপর কোয়ান থেকে করিশ্মা ইস্তফা দেন বলে খবর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥