• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে খানেরা সবাই ফেল! সিনেমাহল কাঁপিয়ে এবার OTT তে কয়েকশো কোটিতে বিক্রি হল KGF 2

দক্ষিণী ছবির (South Indian Film) জেরে যে বলিউডের ছবি একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছে সেটা আলাদা করে বলার কিছুই নেই। বলিউডের ছবি যেখানে ১০০-২০০ কোটি তুলতে কালঘাম ফেলছে সেখানে ৫০০ কোটি পেরিয়ে ১০০০ কোটি পর্যন্ত তুলে ফেলছে RRR, KGF 2 এর মত ছবিগুলি। দেখতে দেখতে ১৯ দিন পেরিয়েছে রিলিজ হয়েছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত কেজিএফ ২। তবে এখনও অনেক জায়গাতেই সিনেমাহল হাউসফুল চলছে।

ইতিমোধ্যেই ১০৩২ কোটি টাকারও বেশি যায় করে ফেলেছে ছবিটি। শুধু ভারতেই নয় গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই দক্ষিণী ছবি। জানলে হয়তো অবাক হবেন সিনেমা রিলিজ হওয়ার আগেই ২১ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে  গিয়েছিল। সিনেমা রিলিজ হওয়ার পর দিনের পর দিন হাউসফুল হয়ে গিয়েছে সিনেমাহল। এবার সিনেমা হলে ফাটিয়ে ব্যবসা করার পর আরও বড়সড় সাফল্য পেল কেজিএফ ২।

   

Yash,KGF 2,KGF 2 in OTT,KGF 2 Comming in OTT,KGF 2 Box office collection,কেজিএফ ২,যশ,দক্ষিণী ছবি,কেজিএফ ২ ওটিটি,KFG 2 ott release,KGF 2 digital rights,KGF 2 ott release date,yash KGF 2,KGF 2 digital rights amount

সিনেমা হলে ছবি দেখার মজা আলাদাই হয়। তবে অনেকেই আজকাল নিজের ফোনেই বিনোদন পেতে পছন্দ করেন। যার জেরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমের জনপ্রিয়তা বাড়ছে রমরমিয়ে। তাই অনেক সময় পরিচালকেরা সোজা ওটিটিতেই অনেক ছবি রিলিজ করছেন। বিশেষত করোনাকালে দীর্ঘদিন ধরে থেমে থাকা বলিউডের ছবিগুলি ওটিটিতেই রিলিজ হয়েছিল।

Yash,KGF 2,KGF 2 in OTT,KGF 2 Comming in OTT,KGF 2 Box office collection,কেজিএফ ২,যশ,দক্ষিণী ছবি,কেজিএফ ২ ওটিটি,KFG 2 ott release,KGF 2 digital rights,KGF 2 ott release date,yash KGF 2,KGF 2 digital rights amount

সম্প্রতি জানা গিয়েছে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আসতে চলেছে যশ অভিনীত কেজিএফ ২ ছবিটি। আর এর জন্য কয়েকশো কোটি টাকা পাচ্ছেন প্রযোজকরা। যদিও ঠিক কোন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে ছবিটি সেটা জানা যায়নি। তবে ইতিমধ্যেই কত টাকায় চুক্তি হয়েছে সেটা প্রকাশ্যে এসেছে। আর প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে খবর।

যেমনটা জানা যাচ্ছে ১০০ বা ২০০ কোটিতে নয় ৩২০ কোটি টাকার বিনিময়ে কেজিএফ ২ এর ডিজিটাল স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্মটি। যেখানে ছবির বক্স অফিস কালেকশন ৩০০ কোটি হওয়া মুশকিল সেখানে ছবি রিলিজের পরেও এই বিশাল অঙ্কে বিক্রি হওয়াটা একটা বিশাল সাফল্য। তাই এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগামী ২৭শে মে থেকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ছবিটি।