করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউ (Second wave) আছড়ে পড়েছে ভারতবর্ষের উপর। ক্রমেই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। রোজই রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চারিদিকে কেবল হাহাকার, যন্ত্রণা আর চিৎকারের শব্দ। চোখে দেখা যাচ্ছেনা পরিস্থিতি। হাসপাতালে মিলছেনা বেড, দেখা দিয়েছে প্রবল অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে রোজই স্বজনহারানোর যন্ত্রণা বয়ে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।
মৃত্যুমিছিলে লাশের তালিকা লম্বা হয়েই চলেছে,প্রতিনিয়ত দুঃসংবাদেই ভাঙছে ঘুম। এই পরিস্থিতিতেই জানা যাচ্ছে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)।
জানা যাচ্ছে, শুক্রবার আর.এন.টেগর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ অভিনেত্রীকে। গায়ে জ্বর এবং প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের ধারণা সর্দি কফ বুকে জমার কারণেই শ্বাসকষ্ট হচ্ছে।
৮০ বছরের অভিনেত্রী সন্ধ্যা রায়ের অবস্থা এখন স্থিতিশীল, চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। তবে করোনার উপসর্গ থাকায় ইতিমধ্যেই তার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ এখন কেবল রিপোর্ট আসার অপেক্ষা।
প্রসঙ্গত, আশি নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। একাধিক চ্যালেঞ্জিং রোলে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন অভিনেত্রী। তার এই হঠাৎ অসুস্থতায় ইতিমধ্যেই চিন্তার ভাঁজ টলি-প্রেমীদের কপালে।