ভারতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়ালিটি শো বলতে যার কথা প্রথমেই আসে সেটি হল বিগ বস। প্রতি বারের মতো এবারেও এই শোকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। বিগ বস ওটিটি শেষ হতে না হতেই দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিগ বস সিজন ১৫ (Big Boss Season 15)। প্রতি বছরের মতো চলতি বছরেও বিগ বসের ঘরে বসেছে চাঁদের হাট। সেইসাথে রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) অনবদ্য সঞ্চালনা।
বিগ বসের ঘরে ফের একবার সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের প্রেমের ছায়া। ‘বিগ বস সিজন ১৩’ র ঘরে শুরু হয়েছিল সিডনাজের সম্পর্কের পথ চলা।বিগ বসের ঘরে সিদ্ধার্থকে প্রথম দেখাতেই শেহনাজের মনে হয়েছিল, তাঁদের মধ্যে নিশ্চিত ভাবেই কোনও রসায়ন আছে। সেকথা শেহনাজ নিজেও বহুবার ক্যামেরার সামনে স্বীকার করেছিলেন। বিগ বস ১৫’র ঘরে ফের একবার সিডনাজের প্রেমের ছায়া এসে পড়ল।’
কথা হচ্ছে বিগ বসের চলতি সিজনের অন্যতম চর্চিত জুটি মিশা আইয়ার এবং ঈশান সেহগল সম্পর্কে। মাত্র এক রাতের আলাপচারিতাতেই দুজন দুজনকে চোখে হারাচ্ছেন তাঁরা। যাকে বলে ‘প্রথম দেখাতেই প্রেম’। উল্লেখ্য সপ্তাহান্তে ‘বিগ বস’-এর ঘরে শমিতা শেট্টি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা প্রকাশ্যে এসেছিল।
এদিনের এপিসোডে মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চাওয়া হলে ঈশান সেখানেই সকলের সামনে হাঁটু মুড়ে বসে তাঁর অনুভূতির কথা মিশাকে জানান। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশাকে ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
তাঁদের এসব কান্ড দেখে আগাম সতর্কবার্তা দিয়ে হোস্ট সালমান খান দুই প্রতিযোগীকেই জানান ‘বিগ বস’ জাতীয় স্তরের অনুষ্ঠান। তাই তাঁদের দুজনকে নিয়েই ঘরে ঘরে চর্চা শুরু হতে পারে। সালমান এও জানান ঘটনাচক্রে ভবিষ্যতে তাঁদের দু’জনের সম্পর্ক ভেঙেও যেতে পারে। কিন্তু আত্মবিশ্বাসী ঈশানের দাবি সব কিছু মাথায় রেখেই এগোবেন তাঁরা দুজন।