ভারতীয় টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় এবং চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস (Big Boss)। প্রত্যেক বছর এই শোকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। শুরু থেকেই প্রতিযোগিদের নিয়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিগ বস। আর বিগ বসের ঘরে প্রতিযোগিদের আগমন মানেই ঝামেলা তো হবেই। সেই সাথে প্রতিযোগিদের মুখে শোনা যায় নানান অকথ্য গালিগালাজও। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এমনই ৫ জন জনপ্রিয় সেলিব্রেটির নাম যারা এই বিতর্কিত শোতে গালিগালাজ করে শিরোনামে এসেছিলেন।
১) আফসানা খান (Afsana Khan)
বিগ বস সিজন ১৫ তে থাকাকালীন পাঞ্জাবি গায়িকা আফসানা খান তার মারামারি, নাটক এবং সহ-প্রতিযোগীদের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহারের জন্য দর্শকদের নজরে এসেছিলেন। তবে নিজের এই ব্যবহারের জেরেই প্রতিযোগীতা থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
২) জয় ভানুশালী (Jay Bhanushali)
বিগ বস ১৫- এর প্রতিযোগী জয় ভানুশালী প্রতীক সেহজপালের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করার জন্য প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন।
৩) কামাল আর খান (Kamal R Khan)
বলিউডের স্বঘোষিত চিত্র সমালোচক হলেন কামাল আর খান। বিতর্কের জন্য সবসময় শিরোনামে থাকেন তিনি। তিনিও বিগ বসের ঘরে অশালীন ভাষা ব্যবহার করছেন।
৪) রাজা চৌধুরী (Raja Chowdhury)
রাজা চৌধুরীও বিগ বস ঘরের মধ্যে বাজে ভাষা ব্যবহারের জন্য পরিচিত ছিলেন।
৫) ডলি বিন্দ্রা (Dolly Bindra)
ডলি বিন্দ্রা হলেন বিগ বসের ঘরে অন্যতম রাগী প্রতিযোগী। মারামারির সময়, তিনি প্রায়শই বাজে ভাষা ব্যবহার করতেন।