• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলায় মামার কাছে শারীরিক নির্যাতনের শিকার রাখি সাওয়ান্ত! কেঁদে কেঁদে বন্যা করে দিলেন অভিনেত্রী,

Rakhi Sawant crying

কাজের থেকে অনেক বেশি বিতর্কিত কার্যকলাপের কারণে শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মাঝেমধ্যেই এমন একেকটা কাজ করে বসেন তিনি যার কারণে নেটিজেনদের একাংশ তাকে ‘ড্রামা ক্যুইন’ (Drama Queen) বলে ডাকেন। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। কারোর ধার ধারেননা তিনি যখন যা মনে হয় তাইই করেন।

তবে আজ সফল অভিনেত্রী হলেও রাখির ছেলেবেলাটা মোটেও সুখকর ছিলনা। বেশ অভাবেই বড় হয়েছিলেন রাখি। তার বাবা ছিলেন একজন সাধারণ কন্সটেবল। এবং পূর্বে দেওয়া একটি সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন তার মা পয়সা উপার্জনের জন্য আয়ার কাজ করতেন৷

Rakhi Sawant

সম্প্রতি বিগবস (Big Boss) এর ঘরে পা দিয়েছেন রাখি। এবার ক্যামেরার সামনেই নিজের অতীত জীবনের দুর্দশার কথা তুলে ধরলেন অভিনেত্রী। শোনালেন তার সংগ্রামের ইতিবৃত্ত। অভাবে বড় হলেও রাখির চোখে ছিল নায়িকা হওয়ার স্বপ্ন। ছোট থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল তার। অভিনেত্রী হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েওছিলেন তিনি।

Rakhi Sawant

এবার বিগবসের ঘরে রাহুল বৈদ্য (Rahul vaidya) এর সাথে হওয়া আলোচনা চলাকালীন রাখি জানান তার সাথে ঘটা শিশু নির্যাতনের কথা। তিনি জানান, তার মামা প্রতিনিয়ত তাকে মারধোর করতেন। এমনকি আজও সেই মারের দাগ তার শরীরে স্পষ্ট।

নিজের রক্ষণশীল পরিবারের প্রসঙ্গে বলতে গিয়ে রাখি জানান, আমাদের বারান্দায় দাঁড়ানোর অনুমতি পর্যন্ত দেওয়া হত না। বাড়ির মেয়েদের আই ব্রো, ওয়াক্সিং করার অনুমতি ছিল না। আমি এখনও বুঝতে পারি না, ওনারা কী ধরনের পুরুষ ছিলেন।” এমনকি শরীরে থাকা সেলাইয়ের দাগ দেখিয়ে রাখি বলেন, “দেখো কীভাবে আমার মামা আমায় মেরেছিলেন, যদিও তিনি এখন আর জীবিত নেই।” এই অত্যাচার চলাকালীন রাখির মা ভয়ে মুখ বন্ধ করে থাকতেন বলেই জানান অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥