• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরো জেরক্স কপি, না দেখলেই বিশ্বাসই হবে না! রইল বিগ বি, রণবীর সহ ৪ তারকার ডুপ্লিকেটদের ছবি

আমাদের মতো দেখতে সারা বিশ্বে মোট ৭ জন মানুষ রয়েছেন, একথা আমরা প্রত্যেকেই কমবেশি শুনেছি। কেউ কেউ নিজের মতো দেখতে ব্যক্তির সাক্ষাৎও পেয়েছেন। বলিউডের তারকারাও (Bollywood stars) এর ব্যতিক্রম নন। বলিপাড়ায় এমন বহু অভিনেতা রয়েছেন, যাঁদের ‘হামসকল’দের দেখেছেন অনুরাগীরা। তাঁদের ছবিও ভাইরাল হয়েছে। আর তা দেখার পর অনুরাগীদের বক্তব্য, আসল-নকল তো চেনা দায়! আজকের এই প্রতিবেদনে বলিউডের ৪ সুপারস্টার এবং তাঁদের ‘হামসকল’দের (Doppelganger) ছবি দেওয়া হল।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের ‘শেহনশান’ অমিতাভের নাম এই তালিকায় রয়েছে। ‘বিগ বি’র ‘হামসকল’ অন্ধ্র প্রদেশে থাকেন এবং তাঁর নাম গোপী। চোখ, মুখ একেবারে অমিতাভ বচ্চনের মতো। মাঝেমধ্যে অনেকে তো গোপীকে অমিতাভ ভেবে তাঁর থেকে অটোগ্রাফও চেয়ে বসেন।

   

Amitabh Bachchan doppelganger Gopi

রণবীর কাপুর (Ranbir Kapoor)- ঋষি কাপুরের ছেলের ‘হামসকল’এর নাম হল জুনেইদ শাহ। শ্রীনগর শহরে থাকেন ইনি। নাক, চোখ থেকে শুরু করে স্টাইল- অবিকল রণবীরের মতো। পাশাপাশি দাঁড়ালে কে রণবীর এবং কে জুনেইদ তা ধরতে পারা দায়।

Ranbir Kapoor doppelganger

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- বলিউডের এই নামী অভিনেতার ‘হামসকল’ বলিউডেই রয়েছেন। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই অভিনেতা আর কেউ নন, বরং হরমন বাওয়েজা। বলিউডের বেশ কয়েকটি হিট ছবিতে কাজ করা হরমনকে প্রথম দেখার পর দর্শকরা একবাক্যে বলেছিলেন, তিনি ‘দ্বিতীয় ঋত্বিক’। তবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম করা এই অভিনেতা এখন বলিউড থেকে দূরে সরে গিয়েছেন। বড় পর্দায় আর দেখা যায় না হরমনকে।

Hrithik Roshan doppelganger Harman Baweja

জন আব্রাহাম (John Abraham)- এই তালিকায় নাম রয়েছে বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ জন আব্রাহামেরও। ‘হাউসফুল ২’, ‘ঢিশুম’ খ্যাত এই অভিনেতার মতো দেখতে ব্যক্তির নাম হল মুবাশির মালিক।

John Abraham with his doppelganger

তাঁকে দেখতে একেবারেই বলি সুপারস্টারের মতো। এমনকি জনের মতো তাঁর গালেও টোল পড়ে। সামনে থেকে দেখতে কে জন এবং কে মুবাশির তা চেনা দায়, দু’জনের মুখে এতটাই মিল রয়েছে। একবার জনের সঙ্গে তোলা তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা।