• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকরা মুখ ফিরিয়েছেন আগেই, খড়কুটোর TRP তলানিতে ঠেকায় বড় ঘোষণা চ্যানেল কর্তৃপক্ষের

Updated on:

খড়কুটো,Khorkuto,নতুন সময়,New Time,লীনা গঙ্গোপাধ্যায়,Leena Ganguly,অভিষেক চট্টোপাধ্যায়,Abhishek Chatterjee

বাঙালির অবসর যাপনের অন্যতম মাধ্যম হল সিরিয়াল। তাই সারাদিন সবাই যতই কাজের মধ্যে থাকুন না, অবসর মিলতেই টিভির সামনে বসে পড়েন সিরিয়ালপ্রেমী দর্শকরা। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়িতেই চায়ে সাথে মুচমুচে তেলে ভাজার মতোই একের পর এক চলতে থাকে ভিন্ন স্বাদের সিরিয়াল।

তাই সেদিক দিয়ে দেখতে গেলে দর্শকদের কর্মব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোন মূলক সিরিয়ালগুলি। টিভির পর্দায় প্রিয় চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। সিরিয়াল প্রেমীদের কাছে দারুন পছন্দের এমনই একটি সিরিয়াল হল খড়কুটো (Khorkuto)। এই সিরিয়ালে সৌগুন জুটি ছাড়াও রয়েছে বেশ জনপ্রিয় চরিত্র।

খড়কুটো,Khorkuto,নতুন সময়,New Time,লীনা গঙ্গোপাধ্যায়,Leena Ganguly,অভিষেক চট্টোপাধ্যায়,Abhishek Chatterjee
জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly)লেখা এই সিরিয়ালে তেমনই একজন গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন গুনগুনের বাবা চরিত্রের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। সম্প্রতি ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করায় প্রয়াত হয়েছেন অভিনেতা। তাঁর এই অকাল প্রয়াণে শোকাহত গোটা বিনোদন জগত। তাই প্রিয় এই অভিনেতার আকস্মিক মৃত্যুর পর সিরিয়ালে তার পরিবর্তে কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা ছিল দর্শকমহলে।

খড়কুটো,Khorkuto,নতুন সময়,New Time,লীনা গঙ্গোপাধ্যায়,Leena Ganguly,অভিষেক চট্টোপাধ্যায়,Abhishek Chatterjee

সম্প্রতি এ প্রসঙ্গে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন সিরিয়ালের অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবর্তে অন্য কাওকে নেওয়া হবে না। পরিবর্তে এখন থেকে তাকে বাদ দিয়েই এগিয়ে চলবে সিরিয়াল। সেই কারণে এমনভাবে সিরিয়ালের গল্প সাজানো হবে যাতে গুনগুনের ড্যাডির প্রসঙ্গ থাকবে না। এরই মধ্যে শোনা যাচ্ছে সিরিয়াল শেষের জল্পনা।

খড়কুটো,Khorkuto,নতুন সময়,New Time,লীনা গঙ্গোপাধ্যায়,Leena Ganguly,অভিষেক চট্টোপাধ্যায়,Abhishek Chatterjee
আসলে এখন সিরিয়াল মানেই টিআরপি (TRP)। তাই আজকের দিনে যে কোনো সিরিয়াল চালাতে গেলে টিআরপিই শেষ কথা। আর এখন নতুন সিরিয়ালকে জায়গা দিতে বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল। তবে একসময় স্টার জলসার টপ সিরিয়াল ছিল এই খড়কুটো। কিন্তু ইদানীং টিআরপিতে ধাক্কা খেয়ে খেয়ে আগেই দুপুরের স্লটে জায়গা পেয়েছিল এই সিরিয়াল। কিন্তু জনপ্রিয় সিরিয়াল মোহর শেষ হয়ে যাওয়ায় আগামীকাল থেকে আবার বদলে যাচ্ছে এই সিরিয়াল সম্প্রচারের সময়। নতুন সময় (New Time) জানিয়ে চ্যানেলের তরফে বলা হয়েছে আগামীকাল থেকেই দুপুর ২ টোর স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥