• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মন দিয়েছেন তথাগতকে! দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবৃতি

টলিউড (Tollywood) অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির (Bibriti Chatterjee) সাথে অভিনেতা তথা পরিচালক তথাগত মুখার্জির (Tathagata Mukherjee) সম্পর্ক এখন পেজথ্রির পাতায় অন্যতম হট টপিক। ভ্যালেন্টাইন্স ডের (Vallentine’s Day) আগে সাম্প্রতি দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-এর মঞ্চে এসে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলে ছিলেন অভিনেত্রী। যা ফের একবার নতুন করে উস্কে দিয়েছে তথাগত বিবৃতির সম্পর্ক (Relationship)।

প্রেমিকের নাম মুখে না আনলেও এদিন অভিনেত্রী জি বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সপাট জবাবে জানান ‘হ্যাঁ অবশ্যই,এই বয়সে প্রেম করবো না তো আর কবে করব’? তবে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও মনের মানুষের নাম মুখে আনেননি অভিনেত্রী।

   

টলিউড,Tollywood,বিবৃতি চ্যাটার্জি,Bibriti Chatterjee,তথাগত মুখার্জি,Tathagata Mukherjee,ভ্যালেন্টাইন্স ডের (Vallentine's Day,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,সম্পর্ক,Relationship,দেবলীনা দত্ত,Debolina Dutta

প্রসঙ্গত তথাগত পরিচালিত ভটভটিতে নায়িকা হয়েছিলেন বিবৃতি। শোনা যায় এই সিনেমা করতে গিয়েই তথাগতর সাথে সম্পর্ক তৈরি হয়েছে বিবৃতি। এমনকি এও শোনা যাচ্ছে তথাগতর সাথে দেবলীনার বিচ্ছেদের কারণও নাকি এই অভিনেত্রী।  যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তথাগত কিম্বা বিবৃতি কেওই কোনো সীলমোহর দেইনি।

এছাড়াও জানা যাচ্ছে ভটভটির পর তথাগত পরিচালিত ‘গাকি’ সিনেমাতেও মুখ্য চরিত্রে থাকছেন বিবৃতি। এই সিনেমায় থাকবে অলৌকিক ঘটনার হাতছানি। তথাগত পরিচালিতই আসন্ন সিনেমায় থাকছেন এক টলিউডের এক ঝাঁক তারকা। তাদের মধ্যে অন্যতম হলেন অনির্বাণ চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য এবং দেবপ্রসাদ হালদার সহ আরও একাধিক তারকা।

টলিউড,Tollywood,বিবৃতি চ্যাটার্জি,Bibriti Chatterjee,তথাগত মুখার্জি,Tathagata Mukherjee,ভ্যালেন্টাইন্স ডের (Vallentine's Day,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,সম্পর্ক,Relationship,দেবলীনা দত্ত,Debolina Dutta

প্রসঙ্গত কিছুদিন আগে বিবৃতি নিজেই তাঁর পুরুষ সঙ্গীর আভাস দিয়ে ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। রহস্যময় প্রেমিকের মুখ না দেখালেও সেবার শুধু পুরুষসঙ্গীর পায়ের ঝলক এবং চটির ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে যা রোতে তার কিছু তো বটেই। তাই অনুরাগীরা এক প্রকার ধরেই নিয়েছেন টলি পাড়ার জনপ্রিয় পরিচালক অভিনেতা তথাগতর সাথেই সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।