বাংলা সিরিয়ালের ছোট্ট ভুতের কথা মনে আছে নিশ্চই! হ্যাঁ ঠিকই ধরেছেন ‘ভুতু’ (Bhutu) সিরিয়ালের কথাই বলছি। এক সময় সমস্ত বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছিল এই ‘ভুতু’ সিরিয়াল। সিরিয়ালে ছোট্ট ভুতুকে দেখবার জন্য অধির আগ্রহে অপেক্ষা করত ছোট থেকে বড় বাড়ির সকলে। এই ছোট্ট ভুতু অভিনেত্রীর নাম হল আর্শিয়া মুখার্জী (Arshiya Mukherjee)।
সময়ের সাথে সাথে ভুতু আজ অনেকটা বড় হয়ে গিয়েছে। আর ছোট্ট আর্শিয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। দর্শকদের অনেকেই চাইছিলেন আবারও পর্দায় ফিরুক সকলের প্রিয় ভুতু। অবশ্য ভুতুই শেষ কাজ নয় এরপরেও আর্শিয়াকে দেখা গিয়েছিল টিভির পর্দায়।
ভুতু সিরিয়ালের হিন্দি সংস্করণ হয় সেখানে অভিনয়ে করেছিল আর্শিয়া। এরপর ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ তেও ছোট্ট মীরা রূপে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এরপর আর দেখা মেলেনি। তাই অনেকেই প্রশ্ন করেছিলেন কেন আর দেখা যাচ্ছে না তাকে? যার উত্তর দিয়েছিলেন অভিনেত্রীর মা।
আর্শিয়ার মা জানান, বর্তমানে পড়াশোনার দিকে কিছুটা মনোনিবেশ করেছেন অভিনেত্রী। তাছাড়া এখন শিশু শিল্পী হিসাবে ঠিক মানাবে না। এদিকে বড় নায়িকা বা পার্শ্ব চরিত্রেও ঠিক মানানসই হবে না। তাই আপাতত অভিনয় থেকে বিরতি। অবশ্য ভালো কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ এলে অবশই পর্দায় ফিরবে আর্শিয়া।
View this post on Instagram
শুধু সিরিয়ালই নয়, ‘ককপিট’ ছবিতেও অভিনয় করে ফেলেছে সে। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই রক্তরহস্য’-র পরিচালক সৌকর্য্য ঘোষালের আসন্ন ছবিতে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন। সুতরাং বোঝাই যাচ্ছে, একদম দমদার কোনো চরিত্র নিয়েই কামব্যাক করতে চাইছে সকলের প্রিয় ভুতু থুড়ি আর্শিয়া।