• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুতুকে নিয়ে নোংরা রসিকতা! পোস্ট ভাইরাল হতেই উচিত শিক্ষা দিল নেটিজেনরা

Published on:

Bhutu Arshiya Mukherjee Troll

শুধু এখনকার বাংলা সিরিয়াল (Bengali Serial) বলে নয়, বরাবরই টেলিভিশনের পর্দায় নায়ক নায়িকাদের মতোই অত্যন্ত জনপ্রিয় পর্দার শিশু শিল্পীরাও (Child Artist)। বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই একজন শিশু শিল্পী হলেন ‘ভুতু’ (Bhutu) সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)।

একটা সময় গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল এই মিষ্টি অভিনেত্রীর জনপ্রিয়তা। সন্ধ্যাবেলায় শাঁখে ফুঁ পড়তেই টিভির পর্দায় আদরের ভুতুর ম্যাজিক দেখার অপেক্ষায় থাকতেন দর্শক। তাই  টিভি পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়ে গেলেও এখনো দর্শকদের চোখে লেগে রয়েছে ভুতু চরিত্রে আর্শিয়ার অভিনয়। টিভির পর্দায় এই সিরিয়াল শেষ হওয়ার পর মাঝখানে  কেটে গিয়েছে বেশ কয়েক বছর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ভুতু,Bhutu,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই একটা কথা ভুললে চলবে না সময় কখনই থেমে থাকে না,সময় বয়ে চলে তার নিজের নিয়মে। তাই টেলিভিশনের পর্দার এই শিশু শিল্পীদেরও বয়স কিন্তু থেমে নেই। দেখতে দেখতে সেদিনের সেই ছোট্ট ভুতু এখন বেশ বড় হয়ে গিয়েছে। জানা যায় আর্শিয়ার জন্ম হয় ২০১০ সালে। তাই বর্তমানে তাঁর বয়স ১৩ বছর। এইটুকু বয়সেই কিন্তু সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় এই মিষ্টি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ভুতু,Bhutu,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সেখানেই নিজের জীবনের নানান মুহূর্তের আপডেট দিতে দেখা যায় ছোট্ট ভুতুকে। কিন্তু এই ভুতুকে নিয়েই এবার এক নোংরা রসিকতায় মাতলেন একজনৈক নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ভুতু লুকে আর্শিয়ার ছোটবেলার একটি ছবি এবং তার এখনকার ছবি কোলাজ করে ক্যাপশনে তিনি লিখেছেন ‘এটা সেই জাইঙ্গা ছাড়া ভুতু টা না’?

বাংলা সিরিয়াল,Bengali Serial,ভুতু,Bhutu,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

অত্যন্ত নিন্ম মানসিকতার এই নেটিজানের এমন পোস্ট দেখা মাত্রই গর্জে উঠেছে  নেটপাড়া। নেটিজেনদের একটা বড় অংশ কমেন্ট সেকশনেই ক্ষোভ উগরে দিয়ে তার এত ছোট মানসিকতার নিন্দা করেছেন। কেউ লিখেছেন ‘আপনার ক্যাপশনের মতোই আপনার মানসিকতা টাও ‘জাইঙ্গা’ ছাড়া। তো কারও মন্তব্য আপনি কি সারা জীবন বাচ্চা থেকে যাবেন কাকু? আপনি যেমন আগে কিছু না পরে সবার কোলে ঘুরতেন, এখনো কি কুড়ি বছর পর সেরকম কিছু না পরে কোলে কোলে ঘোরেন? মানসিকতা পাল্টান।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥