• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহিরাগত থেকে বাদশা ! বলিউডের আকালের দিনেও কার্তিক ছুঁলেই সোনা হয়ে যাচ্ছে হিন্দি সিনেমা

সাউথের সিনেমার রমরমা বাজারে যখন একের পর এক বলিউডের বিগ বাজেটের ছবিগুলি মুখ থুবড়ে পড়তে শুরু করেছে, ঠিক তখনই সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করে দিয়ে একেবারে রাজকীয় কায়দায় এন্ট্রি নিলেন বলিউডের প্রিন্স কার্তিক আরিয়ান (Kartik Aryan)। যদিও দেশবাসী এখন তাকে রুহবাবা নামেই ভালো চেনেন। এখনকার দিনে তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে পরিচালক -প্রযোজকদের কাছে অন্যতম ভরসার (Trustworthy) অভিনেতা কার্তিক।

প্রসঙ্গত ‘ভুলভুলাইয়া ২’ (Bhool bhulaiya 2) মুক্তির পর থেকেই কার্তিকের কাঁধে ভর করেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বলিউড। অথচ এক সময় এই কার্তিক আরিয়ানই ছিলেন ইন্ডাস্ট্রিতে ব্রাত্য। এমনকি ভুলভুলাইয়া ২-এর ট্রেলার দেখার পরেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন অক্ষয় কুমারের জায়গা নেওয়া কার্তিক আরিয়ানের যোগ্যতা নিয়ে। মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপিয়ে মাত্র ৫ সপ্তাহের মধ্যে ভারতে ১৮৪ কোটির বেশি এবং বিশ্বের বাজারে ২৫০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

   

Kartik Aryan Bhool Bhulaiya 2

যার ফলে এই হরর কমেডি সিনেমা ভুল ভুলাইয়া ২ এখনও পর্যন্ত কার্তিক আরিয়ানের কেরিয়ারে অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা। পাশাপাশি আজকের তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের স্টারডমের ধারণা কাছে নেই কেউ। অতীতে ছোট শহর থেকে আসা ইন্ডাস্ট্রিতে বহিরাগত কার্তিকের আজকের চমকপ্রদ সাফল্য যে কোনো অভিনেতার কাছেই হিংসার কারণ হতে পারে।

কার্তিক আরিয়ান,Kartik Aryan,ভুলভুলাইয়া ২,Bhool bhulaiya 2,ভরসার,Trustworthy,Bollywood,বলিউড

মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর থেকে উঠে আসা কার্তিক অনেক লড়াই করে তবে আজকের এই জায়গায় পৌঁছেছেন। ২০১১ সালে প্রথম ‘পেয়ার কা পঞ্চনামা’ নামের একটি কম বাজেটের সিনেমায় অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। আর এখন দেশের তাবড় পরিচালক যারা তাদের সিনেমার জন্য তরুণ প্রজন্মের মধ্যে অভিনেতা খুঁজছেন,নিঃসন্দেহে তাদের সকলের পছন্দের অভিনেতা হলেন কার্তিক আরিয়ান।

কার্তিক আরিয়ান,Kartik Aryan,ভুলভুলাইয়া ২,Bhool bhulaiya 2,ভরসার,Trustworthy,Bollywood,বলিউড
প্রসঙ্গত এক দশকেরও বেশিদিনের অভিনয় জীবনে অভিনেতা এখনও পর্যন্ত মাত্র ১২টি চলচ্চিত্র করেছেন। এর মধ্যে কার্তিকের বেশিরভাগ সিনেমাই হিট। কার্তিকের ক্যারিয়ার গ্রাফের দিকে তাকালে দেখা যাবে তাঁর অভিনীত শেষ পাঁচটি সিনেমা হল ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লুকা ছুপ্পি’, ‘পাতি পাতনি অর ওহ’, ‘লাভ আজ কাল ২’ এবং ‘ভুল ভুলাইয়া ২’। এর মধ্যে একটি সিনেমা বাদে সবকটিই বক্স অফিসে দুর্দান্ত ব্যাবসা করেছিল।

Katik Aaryan কার্তিক আরিয়ান

প্রসঙ্গত ২ বছর আগে ২০১৮ সালে ‘সোনু কে টিটু কি সুইটি’ ১০৮ কোটি টাকার বেশি আয় করে সুপার হিট হয়েছিল। পরের বছরই ‘পাতি পাতনি অর ওহ’ এবং ‘লুকা ছুপি যথাক্রমে ৮৬ কোটি এবং ৯৪ কোটির ব্যবসা করেছিল। এই দুটি ছবিই বাণিজ্যিক ভাবে সাফল্য পেয়েছিল। তবে ‘লাভ আজ কাল ২’ মাত্র ৩৪ কোটি অর্থ উপার্জন করে ফ্লপ হয়েছিল। যাইহোক অভিনয় জীবনে এই সাফল্যের কারণেই কার্তিক তাঁর সমসাময়িক অভিনেতাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন।