• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুমিও হেঁটে দেখো কলকাতা! আরও এক স্বপ্ন পূরণের দিন বাদাম কাকুর, সপরিবারে ঘুরলেন তিলোত্তমা

Published on:

কাঁচা বাদাম,Kancha Badam,আদুরী,Aduri,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,ইসমার্ট জোড়ি,Ismart Jodi

গতবছরের ডিসেম্বরে ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) গান গেয়ে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরের। গ্রামের মেঠোপথ ছাড়িয়ে সেই থেকেই যাত্রা শুরু হয়েছে গ্রামের সোজা সরল মানুষটার। শুরুর দিকে সবাই ভেবেছিলেন সময়ের সাথে সাথে ভাঁটা পড়ে যাবে সোশ্যাল মিডিয়া সেনসেশন ভুবন বাদ্যকরের জনপ্রিয়তায়। কিন্তু কোথায় কি! দিনে দিনে জনপ্রিয়তা বেড়েই চলেছে বাদাম কাকুর।

আজ সকাল সোশ্যাল মিডিয়া ছয়লাপ ভুবন বাদ্যকরের বিলাসবহুল নতুন বাড়ি তৈরির খবরে। ইদানীং স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ইসমার্ট জোড়িতে স্ত্রী আদুরীর সাথে দেখা যাচ্ছে বাদাম কাকুকে। ইতিপূর্বে এই শোয়ের দৌলতেই বিয়ের ছবি তোলার অপূর্ণ শখ পূরণ হয়েছে ভুবন বাদ্যকরের (Bhuban Badyokar)।

কাঁচা বাদাম,Kancha Badam,আদুরী,Aduri,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,ইসমার্ট জোড়ি,Ismart Jodi

আর এখন সবদিক দিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে ভুবন বাদ্যকরের। এবার ইসমার্ট জোড়ির (Ismart Jodi) পক্ষ থেকে পূরণ করা হল বাদাম কাকুর জীবনের আরও একটি স্বপ্ন। গ্রামের পরিবেশে বেড়ে ওঠা এই সহজ সরল মানুষটির বহু দিনের শখ ছিল নিজের স্ত্রী আদুরী (Aduri) এবং নাতনি কে সঙ্গে নিয়ে নিজের চোখে শহর কলকাতা ঘুরে দেখবেন তিনি।

কাঁচা বাদাম,Kancha Badam,আদুরী,Aduri,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,ইসমার্ট জোড়ি,Ismart Jodi
শেষমেশ এসেই গেল বাদাম কাকুর বহুদিন আগে দেখা স্বপ্ন পূরণের দিন। এদিন স্টার জলসার তরফে সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে সপরিবারে তার তিলোত্তমা ভ্রমণের টুকরো ছবির ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিওতে দেখা গেল কখও হলুদ ট্যাক্সিতে চেপে স্ত্রী আর নাতনিকে নিয়ে কখনও ময়দান কিংবা ভিক্টোরিয়া আবার কখনও কুমুরটুলি ঘুরে প্রিয় শহরকে ছুঁয়ে দেখার স্বাদ উপভোগ করছেন ভুবন বাদ্যকর।

কাঁচা বাদাম,Kancha Badam,আদুরী,Aduri,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,ইসমার্ট জোড়ি,Ismart Jodi

শহরের অনাচে কানাচে ঘুরে কখনও ফুচকা খাচ্ছেন আবার কখনও চেটেপুটে স্বাদ নিলেন আইসক্রিমের।কলকাতার ঘোড়ায় টানা গাড়ি চড়ারও মজা নিতে দেখা গেল তাকে। এদিন বাদাম কাকুর পরনে ছিল তার চিরপরিচিত হলুদ রঙের পোশাক। সবশেষে ট্যাক্সি থেকে মুখ বাড়িয়ে সবাইকে বিদায়ও জানালেন তিনি। খুব শিগগিরই টিভির পর্দাতেও দেখা যাবে এই পর্ব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥