• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হানিমুনে কি করেছিলেন বাদাম কাকু! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে উত্তর শুনে আবাক জিৎ, রইল ভিডিও

রোজকার ব্যস্ত জীবনে দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে রিয়ালিটি শো। তাই সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়াল ছাড়াও আজকাল দর্শকমহলে দারুন জনপ্রিয় বিভিন্ন ধরনের রিয়্যালিটি শো (Reality Show)। যদিও বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে রিয়ালিটি শো নতুন নয়। এমন অনেক রিয়ালিটি শো আছে যা বহু দিনের পুরনো। যা এখনও সোশ্যাল মিডিয়ায় খুললেই একের পর ভেসে ওঠে ফেসবুকের পাতায়।

বাংলার এমনই বেশ কিছু জনপ্রিয় পুরনো ননফিকশন রিয়্যালিটি শো হল মীরাক্কেল, হাউ মাউ খাউ, ব্যাটা বেটির ব্যাটেল, অপুর সংসার,কে হবেন বিগেস্ট ফ্যান ইত্যাদি। বর্তমানে বাংলার দুই প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল জিবাংলা এবং স্টার জলসায় সিরিয়ালের পাশাপাশি চলছে রিয়ালিটি শোয়ের দাপট। দর্শকদের স্বাদ বদল করতে এখন প্রতি সপ্তাহেই দেখা যায় বেশ কিছু নন ফিকশন শো।

   

রিয়্যালিটি শো,Reality Show,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিৎ,Jeet,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,আদুরী,Aduri,হানিমুন স্পেশাল এপিসোড,Honeymoon Special Episode
দাদাগিরি, দিদি নং ওয়ান, ডান্স বাংলা ডান্স সুপার সিঙ্গার, সারেগামা সহ বেশ কিছু প্রচলিত ধারার শো আমরা দেখেছি। এই তালিকায় রয়েছে স্টার জলসার নবতম সংযোজন ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi) । নতুন এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের ‘বস’ অর্থাৎ সুপারস্টার জিৎ (Jeet)। বিবাহিত সেলিব্রেটি দম্পতিদের নিয়ে তৈরি এই গেম শোতে প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে একের পর এক পাগল করা ভালোবাসার গল্প।

রিয়্যালিটি শো,Reality Show,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিৎ,Jeet,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,আদুরী,Aduri,হানিমুন স্পেশাল এপিসোড,Honeymoon Special Episode
অল্প দিনের মধ্যেই ভালোবাসার এই রিয়ালিটি শো মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে শুরু থেকেই এই শোয়ের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন সকলের প্রিয় বাদাম কাকু অর্থাৎ ভুবন বাদ্যকর (Bhuban Badyokar)এবং তার স্ত্রী আদুরী (Aduri)। তাই সস্ত্রীক ভুবন বাদ্যকরকে স্টার জলসার মঞ্চে দেখে দারুণ খুশি হয়েছেন দর্শকরা। আগামীকাল এই শোয়ে দেখা যাবে প্রতিযোগিদের হানিমুন স্পেশাল এপিসোড (Honeymoon Special Episode)।

রিয়্যালিটি শো,Reality Show,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিৎ,Jeet,ভুবন বাদ্যকর,Bhuban Badyokar,আদুরী,Aduri,হানিমুন স্পেশাল এপিসোড,Honeymoon Special Episode

তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পর্বের ছোটো ভিডিও ক্লিপিংস। সেই ভিডিও তে দেখা যাচ্ছে সঞ্চালক জিৎ-এর প্রশ্নে নিজের বিয়ে এবং হানিমুনের কথা বলতে গিয়ে বাদাম কাকু জানিয়েছেন হানিমুনের সময় স্ত্রীকে নিয়ে তিনি জিতের সিনেমা দেখতে গিয়েছিলেন।এছাড়া এদিন সিনেমায় জিৎ কেমনভাবে নেচেছিলেন এদিন ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে সকলকে তা নেচে দেখিয়েছেন ভুবন বাদ্যকর। এছাড়া এদিনের শোয়ে চোখ বেঁধে একে অপরকে খাইয়ে দিতে দেখা যায় সস্ত্রীক কাঁচা বাদাম কাকুকে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

site