• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেটপাড়ায় চরম ভাইরাল ‘কাঁচা বাদাম’, কিভাবে হল গানের উৎপত্তি! নিজেই জানালেন ভুবন বাদ্যকর

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান (Kacha Badam Song) শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। আট থেকে আশি সবাই এখন ‘কাঁচা বাদাম’ গানে মেতেছে। গানের জেরে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন বাদাম কাকু ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সম্প্রতি দাদাগিরির (Dadagiri) মঞ্চে হাজির হয়েছিলেন তিনি।

দাদাগিরি মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) শোনালেন নিজের সেই বিখ্যাত গান ‘কাঁচা বাদাম’। মঞ্চে দাদার জন্য বাড়ি থেকে উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। বীরভূমের দুবরাজপুর থেকে দাদার জন্য কাঁচা বাদাম উপহার নিয়ে গিয়েছিলেন ভুবনবাবু। সৌরভকে দাদাগিরিতে বাদাম খাওয়ালেন তিনি। এরপর মঞ্চে খেলার মাঝে নিজেই জানান নিজের জীবনের কাহিনী।

   

Kacha Badam singer Bhuban Badyakar in Dadagiri Viral Photos

ভুবনবাবু জানান, একটা ভাঙা ঘরের মধ্যেই থাকি সবাই মিলে। দাদা, বৌদি, বৌ, ছেলেমেয়ে থেকে নাতিপুতি সবাই কষ্টেসিষ্ঠে একটা ঘরেই থাকতে হয়। ছোট থেকে মুনিষ খেতে খেয়েছি। তারপর দেখলাম সংসারের অভাবের পরিস্থিতি। তারপর প্রতিদিন কাজও মিলছে না। এরপর একদিন টানা ৫ দিনের জন্য কাজ বন্ধ। তখনই বাদাম বিক্রি শুরু করলাম।

Kacha Badam Song,Bhuban Badyakar,Bhuban Badyakar at Dadagiri,Kacha Badam Original Composition,ভুবন বাদ্যকর,কাঁচা বাদাম,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি,Sourav Ganguly

এরপর কাঁচা বাদাম গানের শুরুটা কিভাবে হল সেটা নিয়েও জানান ভুবনবাবু। তিনি বলেন, ‘একদিন বাদামের গুদামে গিয়েছিলাম। সেখানে দেখলাম মাথার চুল, হাঁসের পালক, সিটিগোল্ডের গয়না থেকে শুরু করে ভেঙে যাওয়া মোবাইল ফোন সব কিছুই নেওয়া হচ্ছে। তখন ওগুলো নিয়েই বাদাম বিক্রি করতে শুরুকলাম। আর বিক্রির সময় বলতে বলতে দেখলাম বেশ সেটিং হয়ে যাচ্ছে। এইভাবেই তৈরী হয় কাঁচা বাদাম গান’।

একদিন গুদামের লেনদেন দেখে সেই থেকেই মাথায় আসে আইডিয়া। আর সেদিনের সেই গান আজ ভারত তো বটেই বিদেশেও ভাইরাল হয়ে পড়েছে। আর বর্তমানে বাদাম বিক্রেতা থেকে সেলেব্রিটি হয়ে গিয়েছেন ভুবনবাবু। তবে তাঁর গলায় আফসোসও শোনা গিয়েছে। তিনি বলেন, প্রথম প্রথম যখন ভাইরাল হলাম তখন অনেকে আমার গান নিয়ে কন্টেন্ট তৈরী করেছে। কিন্তু  কেউই প্রাপ্য টাকা দেয়নি। তারপর জয়দেব স্টুডিওতে গিয়ে গানের বদলে ৩০ হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকাও শেষ হয়ে গিয়েছে এতদিনে।

https://youtu.be/58CNG2IBnvw

তবে কিছুদিন আগেই গোধূলিবেলা মিউজিক সংস্থার সাথে নিজের গানের স্বত্ব নিয়ে চুক্তি সেরেছেন তিনি। তিন লক্ষ টাকার বদলে বিক্রি করে দিযেছেন স্বত্ব। বর্তমানে কলকাতার এলিট পাবে বার সিঙ্গার হিসেবে গাইতেও দেখা গিয়েছে তাকে। তবে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত সমালোচনার ঝড় উঠেছে। নিজেকে সেলেব্রিটি দাবি করায় অনেকেই তাকে কটাক্ষ করেছেন।