• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেব রুক্মিনীকে সবার সামনে চুমু খাওয়ার অনুরোধ বাদাম কাকুর! লজ্জায় লাল কিশমিশ জুটি

কিশমিশ,দেব,রুক্মিনী মৈত্র,ইসমার্ট জোড়ি,জিৎ,kishmish,rukmini moitra,ismart jori,jeet

অনেকেই মনে করেছিলেন বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের জনপ্রিয়তা ক্ষণিকের। যেভাবে তিনি উড়ছেন, তার ডানা খসে পড়তেও নাকি বেশি সময় লাগবেনা। কিন্তু নিন্দুকের মুখে কার্যত ছাঁই দিয়েই তড়তড়িয়ে এগোচ্ছেন এই সময়ের সবচেয়ে ট্রেন্ডিং তারকা ভুবন বাদ্যকর। এই গত কয়েকদিন আগে নিজে মুখেই একথা স্বীকার করেছিলেন ভুবন বাবু, জানিয়েছিলেন যে তিনি এখন সেলিব্রিটি।

আর স্টার জলসার সদ্য শুরু হওয়া শো ইস্মার্ট জোড়ি তেও নিত্যনতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছেন সেলিব্রিটি জুটিরা। এসেছিলেন সস্ত্রীক ভুবন বাদ্যকরও। তারই ঘটানো এক কান্ড নিয়ে এই মুহুর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, জানিয়ে রাখি এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিত।

কিশমিশ,দেব,রুক্মিনী মৈত্র,ইসমার্ট জোড়ি,জিৎ,kishmish,rukmini moitra,ismart jori,jeet

এবার এই শোয়ের মঞ্চে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন দেব এবং তার প্রেমিকা রুক্মিনী মৈত্র। এর যদিও একটি কারণ ও আছে, চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ২৯ শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব (Dev) রুক্মিণী (Rukmini) অভিনীত বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিশমিশ’ (KishMish)। নিজেদের আসন্ন ছবির প্রচারেই এদিন প্রেমিকাকে নিয়ে “ইসমার্ট জোড়ি” মঞ্চে হাজির হয়েছিলেন দেব৷

কিশমিশ,দেব,রুক্মিনী মৈত্র,ইসমার্ট জোড়ি,জিৎ,kishmish,rukmini moitra,ismart jori,jeet

ইতিমধ্যেই সিনেমা মুক্তির আগে থেকেই কিশমিশ -এর গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। যার মধ্যে অন্যতম ‘তোমায় তুই বলব না, তুমি’। সুতরাং বলাই বাহুল্য, এই মুহুর্তে ছবির দুর্দান্ত প্রচার চালাচ্ছেন এই জুটি।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এবার এই মঞ্চেই ইসমার্ট চ্যালেঞ্জের মুখোমুখি হন দেব। যেখানে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর। দেবকে তিনি চ্যালেঞ্জ করেন সর্বসমক্ষে রুক্মিনীকে চুমু খেতে হবে। এই কথা বলে নিজের স্ত্রীকে চুমুও খেয়ে দেখান ভুবন বাবু। জিতের সামনে এমন চ্যালেঞ্জ পেয়ে রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিলেন দেব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥