• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে চওড়া কপাল! ‘কাঁচা বাদাম’ গেয়ে জনপ্রিয় হওয়া ‘বাদাম কাকু’ এবার অভিনেতা, ভাইরাল পোস্টার

Published on:

Bhuban Badyakar now comming in acting Jatrapala Poster of Khoka Babur Khelaghor viral

কথায় বলে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন যে কে রাতারাতি সেলিব্রিটি হয়ে পরে সেটা বোঝা দায়! এই যেমন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জেরে ভাইরাল হয়ে পড়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। কাঁচা বাদাম গানের আগে যেখানে কেউই তাকে চিনতো না সেখানে আজ গোটা পৃথিবীই তাকে চেনে। তবে শুধু খ্যাতি নয় সাথে বেশ ভালো টাকা পয়সাও হয়ে গিয়েছে ভুবনবাবুর।

যে টাকা উপার্জন করেছেন তা দিয়ে চারচাকা গাড়ি থেকে শুরু করে দোতলা বাড়িও বানিয়ে ফেলেছেন বাদামকাকু। ইতিমধ্যেই তাঁর নতুন বাড়ির ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল হয়ে গিয়েছে। স্বপ্নের বাড়ি বানিয়ে দারুন খুশি তিনি। বাড়ি সাজানোর জন্য ইন্টিরিয়ার ডিজাইনারের ব্যবস্থাও করেছেন তিনি। ভেতরে ফলস সিলিংয়ে কৃষ্ণনাম থেকে দেওয়ালে ভুবনবাবুর ছবি সব মিলিয়ে ছোট্ট প্রাসাদ বানিয়েছেন তিনি।

Bhuban Badyakar,Kacha Badam,Bhuban Badyakar Acting,Bhuban Badyakar Jatrapala,Khoka Babur Khelaghor,বাদাম কাকু,ভুবন বাদ্যকর,খোকা বাবুর খেলাঘর,যাত্রা,ভুবন বাদ্যকরের যাত্রাপালা

একটা ভাইরাল হওয়া গানের জেরেই ‘শিল্পী’ তকমা পেয়েছেন ভুবন বাবু। একাধিক শোতে গান গাওয়ার জন্য ডাক পড়েছে তাঁর। দাদাগিরি থেকে নানা রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছে তাকে। তবে এবার আর গায়ক হয় গায়কের পাশপাশি নায়ক হওয়ার দৌড়েও সামিল বাদাম কাকু। হ্যাঁ ঠিকই দেখছেন এবার অভিনয়ে নামছেন ভুবন বাদ্যকর।

অভিনয়ে নামছেন ঠিকই, তবে সিনেমায় নয় বরং যাত্রাপালায়। এবার যাত্রাপালার মঞ্চে দেখা যাবে কাঁচা বাদাম খ্যাত ভুবনবাবুকে। ইতিমধ্যেই আসন্ন সেই যাত্রার পোস্টার প্রকাশ্যে এসেছে। আর পোস্টের রিলিজ হতেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আসন্ন এই যাত্রার নাম ‘খোকাবাবুর খেলাঘর’ (Khoka Babur Khelaghor)।

Kacha Badam Bhuban Badyakar Jatra Pala Khokababur Khelaghor

‘খোকাবাবুর খেলাঘর’ এর পোস্টের রীতিমত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রিয় শিল্পীকে সামনে দেখার সুযোগ পেতে অনেকেই খুশি হয়েছেন। তবে ঠিক কবে ও কোথায় এই যাত্রাপালা দেখানো হবে সেটা এপর্যন্ত জানা যায়নি। আশা করা হচ্ছে শীঘ্রই সেই সমস্ত দিনক্ষণ জানা যাবে।

প্রসঙ্গত, অভিনয়ের নামার আগে ইতিমধ্যেই বাংলাদেশী গায়ক তথা নায়ক হিরো আলমের সাথে ডুয়েট গেয়ে ফেলেছেন ভুবনবাবু। ‘হাউ ফানি’ নামের সেই গান বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। আপাতত গান রিলিজ হলেও শীঘ্রই গানের মিউজিক ভিডিও রিলিজ করা হবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥