• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদামের কৃপায় রাতারাতি বড়লোক ভুবন বাবু! কিনলেন নতুন ফোন, দাম শুনলে চমকে যাবেন

ভাইরাল শব্দটা খানিক লটারির মতো, একবার লেগে গেলে জীবন বদলে যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ এপর্যন্ত ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান একবারও শোনেননি এমন মানুষ বোধয় নেই! ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) বাদাম বিক্রির জন্য তৈরী কাঁচা বাদাম গান একবার ভাইরাল হওয়ার পর মাসের পর মাস ট্রেন্ডিংয়ে থেকেছে। আজ এই একটা গানেই পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছেন বাদাম কাকু।

তবে, শুরুতে অনেকেই ভেবেছিল অনেকেই তো এমন হুট ভাইরাল হয় আর তারপর হারিয়ে যায়। ভুবনবাবুর কাঁচা বাদাম গানও তেমনি হারিয়ে যাবে হয়তো। সেগুড়ে বালি! দিন দিন বেড়েই চলেছে বাদামকাকুর জনপ্রিয়তা। একাধিক ভাষায় কাঁচা বাদাম গেয়ে ফেলেছেন তিনি, অফার এসেছে বিদেশ থেকেও। এমনকি সম্প্রতি নিজের নাম ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলে ফেলেছেন তিনি।

তাই ভাগ্য সহায় হওয়ায় ভুবন এখন সময় মোটামুটি মন্দ নয়। কদিন আগে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন তিনি, এবার তিনি কিনে ফেললেন দামি মোবাইল ফোন। তার জীবনযাত্রার আমুল পরিবর্তন ইতিমধ্যেই সকলের নজরে এসেছে। বড়বড় নামি দামি পাঁচ তারা হোটেলে তার নিত্য যাতায়াত রয়েছে৷

মাধুরী দীক্ষিত থেকে শ্রীলেখা মিত্র টলিউড বলিউডের এমন কোনোও তারকা বাদ নেই যারা কাঁচা বাদাম গান উপভোগ করেননি। তার স্টাইল ও বদলেছে অনেক, ট্রেন্ডি কায়দায় কেটেছেন চুল, চোখে সানগ্লাস লাগিয়ে এক্কেবারে ঝাঁচকচকে হয়ে তিনি ক্যামেরায় ধরা দেন মাঝে মধ্যেই। এবার নিজেকে আরও স্মার্ট করতে তিনি কিনলেন ‘স্মার্ট ফোন ‘। ভুবন বাদ্যকর জানিয়েছেন, “ভাইরাল হওয়ার পর একটি স্মার্টফোন কিনেছি। এটি একটি টাচ স্ক্রিন এবং oppo কোম্পানির ফোন।” বাজার দর বলছে তার ফোন মোটামুটি ২০ হাজারের কাছাকাছিই দামের, তবে এই বিষয়ে নিজে কিছুই জানাননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥