• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মালা বদল থেকে সিঁদূর দান! দাঁড়িয়ে থেকে বাদাম কাকুর ‘দ্বিতীয়’ বিয়ে দিলেন জিৎ, ভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকর,ইসমার্ট জোড়ি,জিৎ,বিয়ে,wedding,ভাইরাল ভিডিও,Bhuban Badyakar,jeet,ismart jodi,viral video

রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভাগ্য বদলে গিয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar)। দিন কয়েক চুটিয়ে তারকা সত্তা উপভোগ করে নিয়েছেন ভুবন বাবু। তার গাওয়া ‘কাঁচা বাদাম’ বাংলা ছাপিয়ে জনপ্রিয় হয়েছে সারা বিশ্ব জুড়েই। অনেকেই তার এই হঠাৎ জনপ্রিয়তা দেখে তিতিবিরক্তও হয়েছেন। তবে তাতে ভুবন বাবুর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি৷ বরং উত্তরোত্তর বাড়ছে তার চাহিদা।

ইতিমধ্যেই দাদাগিরির মতো রিয়েলিটি শো- তে গিয়ে সৌরভের সাথে খেলে এসেছেন বাদাম কাকু। এবার তিনি সস্ত্রীক পাড়ি দিলেন স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’ (Ismart Jodi) তে। এই শো এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন টলিউডের সুপারস্টার জিৎ (Jeet)। এই নতুন শো যেন চাঁদের হাট।

ভুবন বাদ্যকর,ইসমার্ট জোড়ি,জিৎ,বিয়ে,wedding,ভাইরাল ভিডিও,Bhuban Badyakar,jeet,ismart jodi,viral video

টলিউডের জনপ্রিয় জুটি জিতু নবনীতা, রাজা মধুবনী, ভরত কল জয়শ্রী সকলের পর এবার এই শো-য়ের অতিথি ছিলেন ভুবন বাদ্যকর ওরফে বাদাম কাকু এবং তার স্ত্রী। এক্কেবারে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সেজে বউ নিয়ে জিতের শোতে হাজির ছিলেন তিনি। সেখানে গিয়েই তারকা হওয়ার আগে তাদের সংসারের টানাপোড়েন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল বাদাম কাকুকে।

ভুবন বাদ্যকর,ইসমার্ট জোড়ি,জিৎ,বিয়ে,wedding,ভাইরাল ভিডিও,Bhuban Badyakar,jeet,ismart jodi,viral video

এখন তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও প্রথম জীবনে খুব কষ্ট করে সংসার চালিয়েছেন তিনি। বাদাম বেচেই একসময় সংসার চালাতেন তিনি, আর এই কঠিন সময়ে ভুবন বাবু পাশে পেয়েছিলেন তার স্ত্রীকে। এই শো-য়ে এসে সেইসব কথাই সকলের সামনে তুলে ধরলেন ভুবন বাবু। সুখে দুঃখে, অতি দারিদ্রতায়ও কীভাবে একে অপরের হাত ধরে ছিলেন ভুবন বাবু এবং তার স্ত্রী, সেই গল্পই সকলকে চমকে দিয়েছে৷

আজ ঘরে একটু পয়সাকড়ি আসতেই বউকে আদরে মুড়ে রেখেছেন ভুবন বাবু। সকলের সামনে মঞ্চের উপরেই স্ত্রীয়ের গালে চুমুও খান ভুবন বাদ্যকর। মাথায় তিলক কাটা ভুবন এবং তার স্ত্রী একেবারে ‘ইসমার্ট জোড়ি’ হয়ে গেছেন, এ কথা স্বীকার করতেই হয়। এবার এই মিষ্টি জুটিকে দাঁড়িয়ে থেকে ফের বিয়ে দিলেন সুপারস্টার জিৎ।

ভুবন বাদ্যকর,ইসমার্ট জোড়ি,জিৎ,বিয়ে,wedding,ভাইরাল ভিডিও,Bhuban Badyakar,jeet,ismart jodi,viral video

যখন প্রথম বিয়ে করেছিলেন তার না ছিল ছবি, না পেরেছিলেন তারা লোক খাওয়াতে তবে এবার সেসব উশুল হল স্টার জলসার ইসমার্ট জোড়ির মঞ্চে। মালা বদল, থেকে সিঁদূর দান সবই হল নিয়ম মেনে সাক্ষী থাকলেন স্বয়ং জিৎ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥