বাংলা ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। অভিনয় ছাড়াও একাধিক প্রতিভার অধিকারী এই মাল্টি ট্যালেন্টেড অভিনেতা। অভিনয়ের পাশাপাশি গান বাজনাও করেন এই অভিরতা। সাথে সাথে লিঙ্গুইস্টিকের ওপরেও রয়েছে তার ব্যাপক দখল। হিন্দি ইংরেজি তো আছেই উর্দুতে ও দিব্যি কথা বলতে পারেন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপিয়ে কাজ করেছেন ভাস্বর। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গোধুলি আলাপ’-এর পাশাপাশি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’-তে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও ইদানিং গৌরী এলো সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে না। প্রসঙ্গত এই দুটি ধারাবাহিকেই তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।
অভিনয়ের পাশাপাশি গানের গলাও দুর্দান্ত অভিনেতার। কিছুদিন আগেই ডেবিউ করেছেন গানের জগতে। কিছুদিন আগে তিনি গলা দিয়েছেন একটি নতুন মিউজিক ভিডিওতে।সেই গানটি ছিল বাংলা এবং কাশ্মীরি ভাষার মিশলে তৈরি। প্রসঙ্গত আগেই বলেছি বিভিন্ন ভাষার প্রতি বিশেষ দখল রয়েছে এই অভিনেতার। তাই এই গান গাওয়ার জন্য ভাস্বর চ্যাটার্জি শিখেছিলেন কাশ্মীরি ভাষাও।
আর এবার প্রকাশ্যে এল বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার আরো একটি বিশেষ গুণ। অভিনয় এবং গানের জগতে শুধু নয় এবার অভিনেতাকে দেখা যাবে একটি রিয়ালিটি শো-এর মধ্যে বিচারক হিসাবে। সোশ্যাল মিডিয়া পোস্টে এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে এটি একটি নাচের রিয়েলিটি শো হতে চলেছে।
তবে কোন চ্যানেলে এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি দিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজেই। তাই নায়ক (Hero) থেকে গায়ক (Singer) হবার পর এবার পালা ভাস্বর চ্যাটার্জির বিচারক (Judge) হওয়ার।