টলি ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ‘লোকনাথ বাবা’ নামেই পরিচিত। দীর্ঘ অভিনয় জীবনে বড় পর্দার পাশাপাশি তিনি এখন দাপিয়ে অভিনয় করে চলেছেন ছোট পর্দাতেও। এই মুহূর্তে একসাথে কাজ করছেন দু’দুটি সিরিয়ালে।
তও আবার বাংলার অন্যতম জনপ্রিয় দুই বিনোদনমূলক চ্যানেলে। একদিদিকে তিনি রয়েছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গোধুলি আলাপ’-এ, অন্যদিকে তিনি রয়েছেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’-তে। এই দুটি সিরিয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন ভাস্বর। যদিও ইদানিং গৌরী এল সিরিয়ালে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না তাকে।
প্রসঙ্গত এই মুহূর্তে এই দুটি ধারাবাহিকেই খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও আর দারুন সক্রিয় থাকেন এই অভিনেতা। মাঝে মধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকরো ছবি এবং ভিডিও নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নিতে দেখা যায় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে।
সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের সহ অভিনেতা-অভিনেত্রীদের সাথে করা রিল ভিডিও কিন্তু দর্শকমহলে বেশ জনপ্রিয়। প্রসঙ্গত গোধূলি আলাপ সিরিয়ালে ভাস্বর চট্টোপাধ্যায়ের বিপরীতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অর্পিতা মুখার্জি। নিজের এই অন স্ক্রিন স্ত্রীর সাথেও মাঝে মধ্যেও নানা রকমের রীল ভিডিও করে শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে।
যা নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। রি ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় হিন্দি গান ‘একদিন আপ হামে মিল জায়েঙ্গে’ গানে কাপল ডান্স করছেন তারা। রীল লাইফ জুটিকে এভাবে কাপল ডান্স করতে দেখে দারুন খুশি হয়েছেন দর্শকরা। অনুরাগীরা সকলেই ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন তাদের। আবার কটাক্ষ করে একজন জানতে চেয়েছেন ‘কত নম্বর বৌ’?
View this post on Instagram