• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের মানবিক ভাস্বর চ্যাটার্জি! থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাতে উপহার দিলেন অভিনেতা

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ভাস্বর চ্যাটার্জি (Bhaswar Chatterjee) । গত এক দশকের বেশি সময় ধরে বাংলা ধারাবাহিকে একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা৷ ধারাবাহিকের পাশাপাশি অসংখ্য বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার মানবিক ভাবধারার জন্যেও তিনি বেশ প্রশংসিত হয়েছেন সাড়া বাংলা জুড়েই৷

অতিমারীর সময় থেকেই দুর্গতদের সাহায্যার্থে নানান রকমের উদ্যোগ নিয়েছেন অভিনেতা৷ কখনও দুঃস্থদের খাবার পৌঁছে দেওয়া, তো কখনওবা অসুস্থদের রক্ত, অ্যাম্বুলেন্স, অক্সিজেন জোগাড় করে দেওয়া নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। ইতিমধ্যেই তার একটি ‘এনজিও’ও রয়েছে। সমাজসেবা মুলক তার এই সংগঠনের নাম ‘অপর্ণা ফাউন্ডেশন ‘।

   

ভাস্বর চ্যাটার্জি,টলিউড,যৌনপল্লী,থ্যালাসেমিতা,অভিনেতা,টলিউড অভিনেতা,Bhaswar chatterjee,red light area,durga pujo 2021

সম্প্রতি তার এই ফাউন্ডেশনের উদ্যোগেই পালিত হল অভিনেতার এক পরিচিত সুস্মিতা নাগের জন্মদিন। ভাস্বরের সাহায্যে এই মহিলা তার বিশেষ দিনটি পালন করলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাথে। জন্মদিনের কেক টা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাথেই কেটেছেন তিনি, সাথে নিয়ে গিয়েছিলেন বেশ কিছু চকোলেট, খেলনা।

ভাস্বর চ্যাটার্জি,টলিউড,যৌনপল্লী,থ্যালাসেমিতা,অভিনেতা,টলিউড অভিনেতা,Bhaswar chatterjee,red light area,durga pujo 2021

শিশুদের আরোগ্য কামনা করেন অভিনেতা। এদিন ভাস্বরের পরনে ছিল আকাশ নীল ডেনিম জিনস ও ডেনিম শার্ট। এই প্রথম বার নয়, বছরভর অনাথ শিশু বা দুর্গতদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেন অভিনেতা। পুজোর আগেও অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা উপহার দিয়েছিলেন তিনি, ভাইফোঁটায় পৌঁছে গিয়েছিলেন সোনাগাছি।সেখানকার মা বোনেদের হাতেই ফোঁটা নিয়ে অন্যভাবে দিনটি উদযাপন করেছেন অভিনেতা।