• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিন্দু মুসলিম ঐক্য! ব্রাহ্মণ সন্তান হয়েও রোজা পালন করছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি

পদবীই বলে দিচ্ছে খাঁটি হিন্দু ব্রাহ্মণ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কিন্তু তাতে তো কারোর পরিচয় ‘হিন্দু’ হয়ে যায়না, এমনটাই মনে করেন ভাস্বর। তার কাছে হিন্দু মুসলিমের উর্ধ্বে ‘মানুষ’ হয়ে ওঠা আগে। আর এই ভাবনা থেকেই রমজান মাসে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। জানা যাচ্ছে, ১৩ ই এপ্রিল থেকে ১২ই মে পর্যন্ত দীর্ঘ এক মাস নিষ্ঠার সঙ্গে রোজা অর্থাৎ উপবাস রাখবেন অভিনেতা।

কেন হঠাৎ হিন্দু হয়ে রোজা রাখছেন ভাস্বর? এর উত্তরে অভিনেতা জানান “হিন্দু-মুসলিম ঐক্যের জন্যই এই কাজ করছেন তিনি, তিনি মন থেকে চান হিন্দু মুসলিম এক হোক”। এছাড়াও অভিনেতার যুক্তি, তাদের ইন্ডাস্ট্রিতে অসংখ্য মুসলিম মেকআপ আর্টিস্ট এবং ড্রেসার আছেন, যারা এই রোজা রেখে দীর্ঘ এক মাস কাজ করে যান। তাদের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সম্মান জ্ঞাপন করতেই অভিনেতার এই পদক্ষেপ।

   

ভাস্বর চট্টোপাধ্যায়,টলিউড,হিন্দু,ব্রাহ্মণ,রমজান মাস,রোজা,ভারত,মুসলিম,bhaswar Chatterjee,Tollywood,Hindu,Brahmin,Roja,Ramjan

ভাস্বর চট্টোপাধ্যায় জানান তার এই প্রথম রোজা তিনি উৎসর্গ করেছেন কাশ্মীরিদের। প্রসঙ্গত, অনেকদিন ধরেই কাশ্মীরি ভাষা শিখছেন ভাস্বর চট্টোপাধ্যায়। সম্প্রতি এই ভাষাতেই তিনি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, এমনকি গানও গেয়েছেন যা শুনে মুগ্ধ হয়েছেন কাশ্মীরের বিখ্যাত শিল্পী ইশফক কাওয়া। ভাস্বরের কথায়, ‘‘ইনস্টাগ্রামে কাওয়া নিজে যোগাযোগ করেন। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।’’

ভাস্বর চট্টোপাধ্যায়,টলিউড,হিন্দু,ব্রাহ্মণ,রমজান মাস,রোজা,ভারত,মুসলিম,bhaswar Chatterjee,Tollywood,Hindu,Brahmin,Roja,Ramjan

ভাস্বরের এই রোজা পালনে পরিবারের আপত্তি আছে কিনা জানতে চাইলে অভিনেতা জানান, “আমার বাবার আমার উপোস করায় আপত্তি, পরব মানায় নয়”। তিনি আরও জানান, ” বাবা লোকনাথ ও কোরান পড়তেন, তার থেকেও অনুপ্রাণিত আমি”। কেবল হিন্দু মুসলিম ঐক্য নয়, ভারত-পাকিস্তানের ভেদাভেদও মুছে ফেলতে চান অভিনেতা।