বাংলা টেলিভিশন জগতের এক জনপ্রিয় নাম হলেন ভাস্বর চ্যাটার্জী (Bhaswar Chatterjee)। দশাধিককাল ধরে একের পর এক নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মা সিরিয়ালের অভিনয় থেকে অভিনীত লোকনাথ (Loknath) চরিত্রটি দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেতা। ফেসবুকে বেশ সক্রিয় থাকেন ভাস্বর। জীবনের নানা মুহূর্ত থেকে শুরু করে মজার কিছু লেখা ও পোস্ট শেয়ার করেন।
বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে নতুন শুরু হওয়া একটি সিরিয়াল ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র পর্দায়। লকডাউনে দীর্ঘদিন কাজের থেকে বিরতি নেবার পরই তাকে দেখা গিয়েছিল অন্য রূপে। একেবারে চাণক্যের সাজে হাজির হয়েছিলেন অভিনেতা। সেই থেকেই বোঝা গিয়েছিল যে হয়তো শীঘ্রই পর্দায় দেখা মিলবে তাঁর। এরপর জানা যায় ষ্টার জলসার নতুন সিরিয়ালে দেখা যাবে ভাস্বর চ্যাটার্জিকে।
সিরিয়ালে মূলত খল নায়ক তথা রাজপুরোহিতের চরিত্রে অভিনয় করছেন ভাস্বর। তবে শুটিংয়ের মাঝে উর্দু শেখা থেকে শুরু করে মজা কোনোটাই বাদ রাখেন না অভিনেতা। সম্প্র্রতি শুটিংয়ের ফাঁকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। যেখানে বিয়ের পোশাকেই দেখা যাচ্ছে ভাস্বর চ্যাটার্জী ও অভিনেত্রী পায়েল দত্তকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভবত ৫৩তম অনস্ক্রিন বিয়ে পায়েল দত্তের সাথে’।
যে ছবিটি অভিনেতা শেয়ার করেছেন ছবিটি আসলে বিক্রম বেতাল সিরিয়ালের একটি ছবি। পুরোনো স্মৃতির পাতা থেকেই ছবিটি শেয়ার করেছেন অভিনেতা। সাথে ট্যাগ করেছেন অভিনেত্রী পায়েলকেও। ছবিটি বেশ ভাইরাল হয়েছে। আর ছবি দেখে অভিনেত্রী পায়েল মন্তব্য করেছেন ‘দুবার’। অর্থাৎ বিক্রম বেতাল সিরিয়ালের পর আবার অনস্ক্রিন বিয়ে হচ্ছে তাদের। এদিকে ভাস্বর চ্যাটার্জীর মতে শুধুমাত্র পায়েলের সাথেই দুবার অনস্ক্রিন বিয়ে ওহচ্ছে তাঁর।
দুজনের কথোপকখন চোখ এড়ায়নি অভিনেতা বিশ্বজিৎ ঘোষেরও। বিশ্বজিৎ ঘোষ আফসোসের শুরে জানিয়েছেন, ‘সাক্ষী একবারও হলুম না’। অবশ্য এছাড়াও অনেকেই মন্তব্য করেছেন ছবিতে। এক নেটিজেনদের মতে, ‘ভাগ্যিস অনস্ক্রিন বিয়ে লিখে দিয়েছেন! না হলে কি যে হত?’ আরেক জনের মতে , ‘সেঞ্চুরি করেই ছাড়বে তুমি’। অর্থাৎ অভিনেতার জনপ্রিয়তা যে এক দশকেরও বেশি সময় পেরিয়ে একইরকম আছে তা ভালোই বোঝা যাচ্ছে।