বাংলা সিনেমার (Bengali Cinema) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banejee)। আশি থেকে নব্বইয়ের দশকে একটা সময় ছিল যখনএকের পর এক তিনি উপহার দিয়েছেন একাদিক বাংলা সিনেমা। একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন নায়কের (Hero) চরিত্রে। তবে এখন আর বাংলা সিনেমায় সেভাবে দেখা যায় না এই অভিনেতাকে।
তবে এখন ছোটপর্দায় বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ভাস্কর ব্যানার্জী। প্রসঙ্গত ১৯৯২ সালে প্রভাত পরিচালিত সিনেমা ‘শ্বেত পাথরের থালা’য় তাঁর অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। এই সিনেমায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। প্রসঙ্গত এটাই ছিল ঋতুপর্ণা অভিনীত প্রথম বাংলা সিনেমা।
প্রসঙ্গত বড়পর্দায় অভিনেত্রী অনুশ্রী দাসের সাথে ভাস্করের অনস্ক্রিন রসায়নও ছিল দর্শকের অত্যন্ত পছন্দের। সেসময় একসাথে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এই সুপারহিট জুটি। তবে একথা মানতেই হতে বয়সের সাথেই কিন্তু বদল আসে অভিনেতাদের চরিত্রেরও। তাই এক কালের জনপ্রিয় এই নায়ক এখন বেশিরভাগ সিরিয়ালেই নায়ক নায়িকার বাবা,কাকা কিংবা জ্যাঠার চরিত্রে অভিনয় করেন।
এই মুহূর্তে স্টার জলসার দু’দুটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে তাঁকে রোজ দেখছেন দর্শক। সেগুলি হল জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির লেখা ‘এক্কা দোক্কা’ এবং ‘বালিঝড়’। তবে এই বিষয়টিকে সম্প্রতি অন্যভাবে পরিবেশন করেছিল একটি সংবাদমাধ্যমে। যেখানে বলা হয়েছে ভাস্কর ব্যানার্জী নাকি পেটের দায়ে এখনকার বাংলা সিরিয়ালে বাবা কাকার রোল করছেন।
বাবাকে নিয়ে এমন মিথ্যা রটনা দেখে আর চুপ থাকতে পারেননি অভিনেতার ছেলে। আর তাই ফেসবুক লাইভে এসে সম্প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ভাস্কর ব্যানার্জীর ছেলে ইন্দ্রনীল ব্যানার্জী (Indranil Mukherjee)। ভিডিওতে ইন্দ্রকে বলতে শোনা গিয়েছে “শাশ্বত কাকু এবং যিশু আঙ্কল ভাগ্যিস মুম্বই চলে গিয়েছিলেন, তাই নিজের সম্মান পেয়েছেন। আমার বাবা এই ইন্ডাস্ট্রির জন্য কী করেছেন, তা সবাই জানে’।
সেইসাথে এদিন তিনি সাফ জানান তাঁর বাবা পেট চালানোর জন্য জ্যাঠা-কাকার চরিত্রে অভিনয় করেন না। তাই সকলের উদ্যেশ্যে অভিনেতার ছেলে বলেন ‘আগে টালিগঞ্জের সৃজনশীল মানুষদের ভাল চিত্রনাট্য লিখতে বলুন। তবে তো অভিনেতারা অভিনয় করবেন। আমার বাবাকে নিয়ে কোনও বাজে মন্তব্য শুনতে মোটেই রাজি নই আমি’।